ভারতে রক্ষাবন্ধন এক বিশেষ উৎসব হিসেবে গণ্য হয়ে থাকে। সাংস্কৃতিক ঐতিহ্যশালী এই দেশে রক্ষাবন্ধন উৎসব এক বিশেষ মাত্রা পায়। শিল্পসুষমামন্ডিত হাতে তৈরি রাখী ভাই ও বোনের পারস্পরিক ভালবাসার স্বাক্ষর বহন করে।
রক্ষাবন্ধন উৎসবের প্রতিটি রাখীর প্রেক্ষাপটে থাকে পারস্পরিক সম্পর্কের মধুর কাহিনী। যেসব হস্তশিল্পী এইসব রাখী তৈরি করেন, তাদের শিল্পবোধ ও সংস্কৃতির স্পর্শ থাকে প্রত্যেকটি রাখীতে। তাদের রাখী প্রদর্শিত হয় ই-কমার্স প্লাটফর্ম ফ্লিপকার্টে।
বহু বিক্রেতা ও সংস্থা ফ্লিপকার্ট সমর্থ-এর সহযোগিতায় তাদের অনলাইন ব্যবসা বাড়িয়ে চলেছেন এই ই-কমার্স প্লাটফর্মের মাধ্যমে। একটি দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস হিসেবে ফ্লিপকার্ট এমএসএমই-গুলিকে নানাভাবে সাহায্য করে চলেছে, যেমন ‘রেগুলার অপারেশনাল সাপোর্ট’, ‘কনজিউমার ইনসাইটস’ ও ‘কনস্ট্যান্ট বিজনেস কাউন্সেলিং’। এসবের মাধ্যমে ফ্লিপকার্ট অনলাইন ব্যবসা পরিচালনার কাজকে আরও সহজ করে তুলতে সাহায্য করছে। এমএসএমই-গুলিও তাদের ব্র্যান্ড প্রোমোশন করতে, ব্যবসাবৃদ্ধি করতে ও কর্সংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হচ্ছে। ফ্লিপকার্টের প্রচেষ্টায় সর্বক্ষেত্রে সামাজিক উন্নয়ন ঘটছে, বিক্রেতাদের মধ্যে আস্থা বৃদ্ধি পাচ্ছে ও তাদের ব্যবসায়িক সাফল্যের হারও ক্রমবর্ধমান।