রক্ষাবন্ধনে দেশের বিভিন্ন প্রান্তের রাখী এনেছে ফ্লিপকার্ট

ভারতে রক্ষাবন্ধন এক বিশেষ উৎসব হিসেবে গণ্য হয়ে থাকে। সাংস্কৃতিক ঐতিহ্যশালী এই দেশে রক্ষাবন্ধন উৎসব এক বিশেষ মাত্রা পায়। শিল্পসুষমামন্ডিত হাতে তৈরি রাখী ভাই ও বোনের পারস্পরিক ভালবাসার স্বাক্ষর বহন করে।

রক্ষাবন্ধন উৎসবের প্রতিটি রাখীর প্রেক্ষাপটে থাকে পারস্পরিক সম্পর্কের মধুর কাহিনী। যেসব হস্তশিল্পী এইসব রাখী তৈরি করেন, তাদের শিল্পবোধ ও সংস্কৃতির স্পর্শ থাকে প্রত্যেকটি রাখীতে। তাদের রাখী প্রদর্শিত হয় ই-কমার্স প্লাটফর্ম ফ্লিপকার্টে।

বহু বিক্রেতা ও সংস্থা ফ্লিপকার্ট সমর্থ-এর সহযোগিতায় তাদের অনলাইন ব্যবসা বাড়িয়ে চলেছেন এই ই-কমার্স প্লাটফর্মের মাধ্যমে। একটি দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস হিসেবে ফ্লিপকার্ট এমএসএমই-গুলিকে নানাভাবে সাহায্য করে চলেছে, যেমন ‘রেগুলার অপারেশনাল সাপোর্ট’, ‘কনজিউমার ইনসাইটস’ ও ‘কনস্ট্যান্ট বিজনেস কাউন্সেলিং’। এসবের মাধ্যমে ফ্লিপকার্ট অনলাইন ব্যবসা পরিচালনার কাজকে আরও সহজ করে তুলতে সাহায্য করছে। এমএসএমই-গুলিও তাদের ব্র্যান্ড প্রোমোশন করতে, ব্যবসাবৃদ্ধি করতে ও কর্সংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হচ্ছে। ফ্লিপকার্টের প্রচেষ্টায় সর্বক্ষেত্রে সামাজিক উন্নয়ন ঘটছে, বিক্রেতাদের মধ্যে আস্থা বৃদ্ধি পাচ্ছে ও তাদের ব্যবসায়িক সাফল্যের হারও ক্রমবর্ধমান।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *