প্রতিবন্ধীদের জন্য ফ্লিপকার্টের উদ্যোগ

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে (International Day of Disabled Persons) ফ্লিপকার্ট তাদের সাপ্লাই চেইনগুলিতে নানা অ্যাক্টিভিটির ব্যবস্থা করেছে, যাতে প্রতিবন্ধী কর্মীরা উৎসাহিত হন। ৩ থেকে ১৫ ডিসেম্বর এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। বর্তমানে ফ্লিপকার্টের সাপ্লাই চেইনে বিভিন্ন পদে প্রায় ১৫০০ প্রতিবন্ধী মানুষ কর্মরত রয়েছেন।

সমাজের সকলের দক্ষতা ও কর্মজীবনে উন্নতির জন্য উপযুক্ত কর্মস্থলের প্রয়োজনীয়তা স্বীকার করে নিয়ে ই-কমার্স মার্কেটপ্লেস ফ্লিপকার্ট তাদের সাপ্লাই চেইনে নানারকম উদ্যোগ গ্রহণ করেছে। এগুলির মধ্যে রয়েছে মহিলা ও প্রতিবন্ধী কর্মীদের জন্য বিভিন্ন রকমের সুবিধাজনক ব্যবস্থা। ফ্লিপকার্ট সাইন ল্যাঙ্গুয়েজ ওয়ার্কশপেরও ব্যবস্থা করেছে। এসবের মাধ্যমে ফ্লিপকার্ট কর্মস্থলের ও প্রতিবন্ধী কর্মীদের চাহিদার বিষয়সমূহ অবগত হতে পারবে। এই ইভেন্ট চলাকালীন ইকার্টিয়ানদের (Ekartians) পুরস্কৃতও করা হবে ফ্লিপকার্টের পক্ষ থেকে।  

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *