ফ্লিপকার্টের নতুন অ্যাপ ফ্লিপকার্ট এক্সট্রা

ভারতের বাজারে ফ্লিপকার্ট এক্সট্রা লঞ্চ করল ফ্লিপকার্ট। এই নতুন প্ল্যাটফর্মটি একদিকে যেমন ফ্লিপকার্টের সাপ্লাই চেইনকে শক্তিশালী করতে সাহায্য করবে যাতে দেশব্যাপী গ্রহকদের নির্বেঘ্নে দ্রুত ডেলিভারি পরিষেবা দেওয়া যায়। তেমনি অপরদিকে পার্ট-টাইম চাকরির সুযোগও তৈরি করবে। উল্লেখ্য,উৎসবের মরসুমে ভারতের বাজারে প্রায় ৪,০০০ কর্মসংস্থান তৈরীর লক্ষ্য আছে ফিল্পকার্টের।

 গুগল প্লে স্টোরে এই ফ্লিপকার্ট এক্সট্রা অ্যাপটি ডাউনলোড করা

যাবে। এই অ্যাপের মাধ্যমে ফ্লিপকার্টের আগ্রহী ব্যক্তিরা সহজ অনবোর্ডিং-এর অভিজ্ঞতা উপলবদ্ধি করতে পারবে। ফ্লিপকার্ট এক্সট্রা অ্যাপটি থেকে

যে কোনো জায়গা থেকেই সাইন আপ করা যাবে এবং 

শিপমেন্ট ডেলিভারির জন্য ফ্লিপকার্ট এক্সট্রা অ্যাপ ব্যবহারকারীরা নিজেদের সুবিধা অনুযায়ী সময়সূচীও ঠিক করতে পারবে। এটি ফ্লিপকার্টের একটি বিকল্প ডেলিভারী মডেলের এক্সটেনশন, যার মধ্যে ফ্লিপকার্ট কিরানা পোগ্রাম রয়েছে। উল্লেখ্য, গত বছরের উৎসবের মরসুমে কিরানা ডেলিভারি মডেল ১০ মিলিয়ন শিপমেন্ট পূরণ করেছে।

ফ্লিপকার্টের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এবং সাপ্লাই চেইনের প্রধান হেমন্ত বদরী বলেন, মার্কেটপ্লেস ফ্লিপকার্ট এক্সট্রা চালু করতে পেরে আমরা আনন্দিত। এটি দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে অবদান রাখার সাথে ব্যক্তিদের আয়ের বিকল্প উৎস খুঁজে পেতে সাহায্য করবে।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *