এবছর নতুন উচ্চতায় উঠে পড়েছে ফ্লিপকার্টের অ্যানুয়াল ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘দ্য বিগ বিলিয়ন ডেজ’। গ্রাহকদের কাছে উৎসবের আনন্দ বয়ে আনা ছাড়াও একত্রিত হয়েছে লক্ষ লক্ষ ব্র্যান্ড, স্মল সেলার, আর্টিজান, কিরানা ওনার্স ও জব-সিকার্স। শুধু সাশ্রয়ী মূল্যে উৎসবের কেনাকাটা করাই নয়, সর্বস্তরের গ্রাহক, ব্যবসায়িক উদ্যোগ ও অফলাইন ব্যবসায়িরা আধুনিক ই-কমার্সের সুবিধাজনক দিকটিও ভালভাবে উপলব্ধি করতে পেরেছেন।
এবছর সেলার ও ব্র্যান্ডগুলির পক্ষ থেকে গ্রাহকদের সামনে অসংখ্য প্রোডাক্টের সম্ভার উপস্থিত করা হয়েছে। ‘দ্য বিগ বিলিয়ন ডেজ ২০২২’ চলাকালীন ফ্লিপকার্ট প্লাস গ্রাহকরা বিগতবছরের থেকে বেশি মাত্রায় আর্লি অ্যাক্সেসের সুবিধা গ্রহণ করেছেন। এইসময় সবথেকে বেশি চাহিদার পণ্য ছিল ল্যাপটপ, স্মার্ট ওয়াচ, ট্রুওয়্যারলেস ইত্যাদি। এবার অনলাইনে অধিক মূল্যের ইলেক্ট্রনিক পণ্য কেনার আগ্রহ যথেষ্ট বেশি দেখা গেছে। সাশ্রয়ী ই-কমার্স প্লাটফর্ম ‘শপসি বাই ফ্লিপকার্ট’ টিয়ার-২ শহরগুলি থেকে অধিকসংখ্যক গ্রাহক পেয়েছে। গ্রাহকদের চাহিদার শীর্ষে ছিল শাড়ি, টিশার্ট, হেডফোন ইত্যাদি।
ফ্লিপকার্টের উপস্থিতি আরও মজবুত হয়েছে টিয়ার-২ ও অপেক্ষাকৃত ছোটো শহরগুলিতে। এইসব অঞ্চলে সেলার ও কিরানা পার্টনারের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এবছর ‘দ্য বিগ বিলিয়ন ডেজ’ উপলক্ষে ফ্লিপকার্ট কিরানা ডেলিভারি প্রোগ্রামে কিরানা স্টোরগুলির সংখ্যা বেড়েছে। ২০২২ সালে ফ্লিপকার্টে কিরানা পার্টনারের সংখ্যা হয়েছে ২ লক্ষ, ২০১৯ সালে তা ছিল ২৭০০০।