যৌনস্বাস্থ্য সচেতনতা উদ্যোগ

তরুণদের মধ্যে ‘রিপ্রোডাক্টিভ হেলথ’ বিষয়ে বেশিমাত্রায় সচেতনতা গড়ে তোলার লক্ষ্য নিয়ে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট-এর (ইউএসএইড) সহযোগিতায় ফেডারেশন অফ ওবস্টেট্রিক অ্যান্ড গায়নাকোলজিক্যাল সোসাইটিজ অফ ইন্ডিয়া (ফগসি) লঞ্চ্‌ করল ‘পঙ্খ্‌ ইনিশিয়েটিভ’। পঙ্খ্‌ (হিন্দিতে যার অর্থ পাখা) উদ্যোগের মুখ্য উদ্দেশ্য হল দ্বিধা বা জড়তা ত্যাগ করে ‘সেফ সেক্সুয়াল বিহেভিয়র’ ও ‘প্রপার কন্ট্রাসেপ্টিভ ইউজ’ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা।

কোভিড-১৯ অতিমারির কারণে ‘রিপ্রোডাক্টিভ হেলথ’-সহ স্বাস্থ্যগত বিভিন্ন দিকের প্রতি সকলের দৃষ্টি আকর্ষিত হয়েছে। লকডাউনের সময়ে কন্ট্রাসেপ্টিভ সংগ্রহে অসুবিধার জন্য প্রায় ২.৭ মিলিয়ন অনাকাঙ্ক্ষিত গর্ভাধান হয়েছে। কোভিড-১৯ জনিত কারণে কন্ট্রাসেপ্টিভ ও রিপ্রোডাক্টিভ হেলথ বিষয়ক বার্তা প্রচারেও বাধার সৃষ্টি হয়েছে। ফলে তরুণবয়স্করা রিপ্রোডাক্টিভ হেলথ বিষয়ক সঠিক তথ্য পূর্ণমাত্রায় পেতে পারেন নি এবং তাদের চাহিদা পূরণের জন্য যেসব পরিষেবা রয়েছে সেগুলির ব্যাপারেও সঠিকভাবে অবহিত হতে পারেন নি। পঙ্খ্‌ উদ্যোগের মধ্য দিয়ে ‘টক বেঝিঝক’ (দ্বিধাহীনভাবে কথা বলা) ক্যাম্পেন চালানো হবে। এর ফলে তরুণরা ভারতের বিভিন্ন এলাকার ফগসি মেম্বার চিকিৎসকদের সঙ্গে বিনাদ্বিধায় ঠিকঠাকভাবে কথাবার্তা বলতে সক্ষম হবেন।

‘পঙ্খ্‌ ইনিশিয়েটিভ’ ক্যাম্পেনের আওতায় থাকবে একটি হেল্পলাইন (১৮০০ ২৫৮ ০০০১) যার মাধ্যমে প্রশিক্ষিত কাউন্সেলরগণ প্রশ্নের উত্তর দেবেন এবং প্রয়োজন অনুসারে ক্লিনিকে সরাসরি আলোচনার ব্যবস্থা করে দেবেন।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *