জি২০’র রাউন্ডটেবিল মিটিং রামনগরে

জি২০ চিফ সায়েন্টিফিক অ্যাডভাইসর-দের একটি রাউন্ডটেবিল মিটিং হয়ে গেল উত্তরাখন্ডের রামনগরে, বুধবার। তাজ রিসর্টে অনুষ্ঠিত এই বৈঠকে জি২০ ও আমন্ত্রিত দেশগুলির চিফ সায়েন্টিফিক অ্যাডভাইসরগণ স্বাস্থ্যসংক্রান্ত আশু সমস্যাগুলির বিজ্ঞানসম্মত সমাধানের পন্থা নিয়ে আলোচনা করেন। এছাড়া, গ্রিন ডেভেলপমেন্ট, ক্লাইমেট ফিনান্স ও রেসিলিয়েন্ট ডেভেলপমেন্ট বিষয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে বিজ্ঞানীরা বিশ্বের পরিবর্তনশীল আবহাওয়া ও অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ২৯ মার্চ শুরু হওয়া এই বৈঠকে বিশ্বের ১৭টি দেশের ১৩টি প্রধান সংস্থা ও ৫১ জন প্রতিনিধি যোগ দিয়েছিলেন। উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও বৈঠকে উপস্থিত ছিলেন। উত্তরাখন্ডে এটিই ছিল জি২০’র প্রথম বৈঠক।

বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধিরা চারটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা করেন। এর আগে, সমাগত প্রতিনিধিদের জাঁকজমকপূর্ণভাবে স্বাগত জানানো হয়। তাদের স্বাগত জানানো হয় চোলিয়া নৃত্যের মাধ্যমে।

By Business Bureau

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *