লাক্ষাদ্বীপে জি২০ সায়েন্স এনগেজমেন্ট গ্রুপের বৈঠক শুরু

ভারতের জি২০ প্রেসিডেন্সির আওতাধীনে ‘ইউনিভার্সাল হোলিস্টিক হেলথ’ বিষয়ে দুইদিনের সায়েন্স-২০ এনগেজমেন্ট গ্রুপের বৈঠক লাক্ষাদ্বীপের বনগ্রামে শুরু হয়েছে ১ মে। সায়েন্স-২০ বৈঠকের উদ্দেশ্য হল স্বাস্থ্য বিষয়ে একটি সার্বিক দৃষ্টিভঙ্গী গড়ে তোলা এবং চিকিৎসার পরিবর্তে সুস্থতা ও রোগপ্রতিরোধের দিকে নজর নিবদ্ধ করা।

সায়েন্স-২০’এর প্রথমদিনের বৈঠক শুরু হয় প্রধানমন্ত্রীর আহ্বানের মাধ্যমে অর্থাৎ সকলেই যেন বিজ্ঞানসম্মত পদ্ধতি ব্যবহার করে চিরায়ত ঔষধ ও যোগার মতো চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে পারে, যাতে তারা সার্বিক জীবনধারার মধ্য দিয়ে নিরাময়ের পরিবর্তে সুস্থতাকে নির্বাচন করেন। বৈঠকে ‘ইন্টাররিলেশনশিপ অব ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড ইমোশনাল ওয়েলবিয়িং’ নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে বক্তৃতা করেন ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমির প্রেসিডেন্ট আশুতোষ শর্মা ও ‘হু’র সিনিয়র স্ট্রাটেজিক অ্যাডভাইসার শ্যামা কুরুভিলা। এর আগে, এপ্রিল মাসে ত্রিপুরায় সায়েন্স-২০’এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *