জি২০: সায়েন্স২০ কনফারেন্স আগরতলায়

আগরতলায় জি২০ সায়েন্স২০ এনগেজমেন্ট গ্রুপের দুইদিনের কনফারেন্স হচ্ছে ৩ ও ৪ এপ্রিল। সায়েন্স২০ মিটিঙের থিম হল ‘ক্লিন এনার্জি ফর আ গ্রিন ফিউচার’। এই মিটিঙে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ৭০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। ত্রিপুরার মতো রাজ্যে এধরনের মিটিং বিদেশী প্রতিনিধিদের আতিথ্যদানের সুযোগ এনে দিয়েছে।

কনফারেন্সের উদ্বোধনী ভাষণে ভারত সরকারের প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইসর অজয় সুদ বলেন, পৃথিবী এমন সব অভূতপূর্ব সমস্যার সম্মুখীন হচ্ছে যেগুলি মোকাবিলার মাধ্যমে ভবিষ্যৎ সুরক্ষিত করার প্রয়োজনে দ্রুত পদক্ষেপ দরকার। এইসব সমস্যা আর ফেলে রাখা যাবে না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, উদ্ভাবন শুধু জলবায়ু পরিবর্তনের মোকাবিলার জন্য প্রয়োজন তা নয়, এর দরকার ‘ক্লাইমেট জাস্টিস’-এর জন্যও। প্রথম দিনের কনফারেন্সে ভারত গুরুত্ব আরোপ করে ‘ক্লিন এনার্জি’র উপরে যা শুধু ‘সায়েন্টেফিক প্রোগ্রেস-এর মাধ্যমে অর্জন করা সম্ভব। এজন্য সাফল্য পাওয়ার লক্ষ্যে ভারতের বার্তা হল ‘ক্লিন এনার্জি’, ‘সায়েন্স’ ও ‘টেকনোলজি’র উন্নয়ন প্রয়োজন। তাই, ভবিষ্যতের কথা ভেবে সকলে সম্মিলিতভাবে কাজে নামতে হবে।

By Business Bureau

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *