G20: দুর্নীতিবিরোধী ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক শুরু হয়েছে

২৫ মে উত্তরাখণ্ডের তেহরি জেলার নরেন্দ্র নগরে শুরু হয় ভারতের G20 প্রেসিডেন্সির অধীনে দুর্নীতিবিরোধী ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক। সভার উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট৷ G20 সদস্য দেশগুলির ৯০ জনেরও বেশি প্রতিনিধি, ১০টি আমন্ত্রিত দেশ সহ ৯টি আন্তর্জাতিক সংস্থা এই বৈঠকে অংশগ্রহণ করে৷ উল্লেখ্য, দুর্নীতিবিরোধী ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় চলতি বছরের মার্চে

দুর্নীতি বিরোধী সভার প্রথম দিনে দুর্নীতিমুক্ত বিশ্ব নিয়ে আলোচনা হয়। বৈঠক চলাকালীন, G-20-এর কো-চেয়ার ইতালির জিওভান্নি তারতাগলিয়া পোলাচিনি উদ্বোধনী অধিবেশনে তার মূল বক্তব্য পেশ করেন। তিনি বলেন, সিভিল সোসাইটি ও প্রাইভেট সেক্টরে সব স্টেকহোল্ডারকে একত্রিত হয়ে দুর্নীতি দূর করার জন্য একসঙ্গে কাজ করতে হবে।

এছাড়াও সভার প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট। তিনি তাঁর ভাষণে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বৈশ্বিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *