দুই সপ্তাহ ধরে বক্স অফিস জুড়ে রমরমিয়ে চলছে “গদর ২”। এখনও হাউজফুল যাচ্ছে একাধিক শো। দুহাতে আয় করছে সানি দেওল অভিনীত এই ছবি। ভারতের বক্স অফিসে ইতিমধ্যেই এই ছবি ৪০০ কোটির গণ্ডি টপকে ৫০০ কোটির লক্ষে এগিয়ে গিয়েছে। ভারতের অন্যতম সব থেকে বেশি আয় করা ছবি হিসেবে উঠে এসেছে এটি। আর গদর ২ মুক্তি পেতে না পেতেই চর্চা শুরু হয়ে গিয়েছে গদর ৩ ছবি নিয়ে।
গত ১১ আগস্ট মুক্তি পেয়েছে অনিল শর্মা পরিচালিত ছবি গদর ২। তারা সিং হয়ে আরও একবার পর্দায় ধরা দিয়েছেন সানি দেওল। সাকিনার ভূমিকায় আমিশা প্যাটেল এবং জিতের ভূমিকায় উৎকর্ষ শর্মাকে দেখা গিয়েছে। মুসকানের চরিত্রে ছিলেন সিমরত কৌর। আর সদ্য মুক্তি পাওয়া এই ছবি বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে। দেখতে দেখতে বিশ্বজুড়ে ৫০০ কোটি আর দেশে ৪০০ কোটির ব্যবসা করে ফেলেছে এটি।
সদ্যই গদর ৩ প্রসঙ্গে কথা ওঠায় সানি দেওল বলেন, ‘আমি নিশ্চয় করব এই ছবির সিকুয়েল হলে। আমি জানি দর্শকদের এই ছবির সিকুয়েল ভালো লাগবে, তারা সেটার জন্য মুখিয়ে থাকবে। মানুষ তারা সিংয়ের পরিবারের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছে। আসলে মানুষ পারিবারিক ছবিই দেখতে চায়, এটাই এখান থেকে প্রমাণিত হয়ে গেল।’ এই বিষয়ে বলে রাখা ভালো এই ছবির শেষে কিন্তু টু বি কন্টিনিউড দেখানো হয়েছে। অর্থাৎ আশা করা হচ্ছে পরিচালকের এই ছবির পরবর্তী ভাগ নিয়েও কিছু একটা পরিকল্পনা আছে। যদিও সেটা কী সেটা এখনও প্রকাশ্যে আসেনি।