গেমিং কনটেন্ট এবার ভি অ্যাপে

ম্যাক্সামটেক ডিজিটাল ভেঞ্চার্স-এর সঙ্গে পার্টনারশিপে অগ্রণী টেলিকম সংস্থা ভি (Vi) তাদের ভি অ্যাপে ভি গেমস-এর আওতায় মাল্টিপ্লেয়ার ও কম্পিটিটিভ গেমিং কনটেন্ট চালু করল। ম্যাক্সামটেক ডিজিটাল ভেঞ্চার্স-এর সঙ্গে পার্টনারশিপের ফলে ভি গেমসে পাওয়া যাবে ৪০টিরও বেশি পপুলার, কম্পিটিটিভ ও হাইলি স্কিলড মাল্টিপ্লেয়ার গেম।

 ভি গেমসে মাল্টিপ্লেয়ার গেমিংয়ে যোগ দেওয়ার সুবিধার বিস্তৃতি ঘটিয়ে ভি এই পরিষেবা নন-ভি ইউজারদেরও প্রদান করবে। এখন কোনও ভি ইউজার অন্যদেরও তার সঙ্গে খেলার জন্য যোগ দেওয়ার আহ্বান জানাতে পারবেন (তা তিনি ভি বা নন-ভি ইউজার যিনিই হোন না কেন)।

ভি অ্যাপে ভি গেমস ১২০০টিরও বেশি অ্যান্ড্রয়েড ও এইচটিএমএল৫ ভিত্তিক মোবাইল গেমের সুবিধা দিচ্ছে ১০টি বিভাগে – অ্যাকশন, অ্যাডভেঞ্চার, আর্কেড, ক্যাজুয়াল, এডুকেশন, ফান, পাজল, রেসিং, স্পোর্টস ও স্ট্রাটেজি। ভি গেমস ও তার গেমিং পার্টনার ম্যাক্সামটেক ডিজিটাল ভেঞ্চার্স এই মাল্টিপ্লেয়ার ও কম্পিটিটিভ গেমস লঞ্চ করেছে তিনটি মোডে – টুর্নামেন্ট মোড, ব্যাটল মোড ও ফ্রেন্ডস মোড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *