হৃদরোগের চিকিৎসায় গ্লেনমার্কের ‘সাকু ভি’ ট্যাবলেট

হার্ট ফেলিওরের চিকিৎসার জন্য উদ্ভাবনমুখী গ্লোবাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভারতে লঞ্চ করল সাকুবিট্রিল+ভালসার্টান (sacubitril + valsartan) ট্যাবলেট। এটি বাজারে আনা হয়েছে ‘সাকু ভি’ (‘Sacu V’) ব্র্যান্ড নামে। চিকিৎসকের পরামর্শ অনুসারে এটি দিনে দুইবার সেবন করতে হবে।

এই ওষুধটি ক্রনিক হার্ট ফেলিওরে ভুগতে থাকা রোগীদের কার্ডিওভাস্কুলার সংক্রান্ত মৃত্যুর ঝুঁকি ও হসপিটালাইজেশনের আশঙ্কা কমায়। ইউরোপ ও ইউএসএ’তে হার্ট ফেলিওরের চিকিৎসায় সাকুবিট্রিল+ভালসার্টান ড্রাগের কার্যকারিতার নির্দেশিকা মেনে ‘সাকু ভি’ এনেছে গ্লেনমার্ক।

গ্লেনমার্কের সাকু ভি’র দাম এরকম: ৫০এমজি (সাকুবিট্রিল ২৪এমজি + ভালসার্টান ২৬এমজি) ১৯ টাকা, ১০০এমজি (সাকুবিট্রিল ৪৯এমজি + ভালসার্টান ৫১এমজি) ৩৫ টাকা, ২০০এমজি (সাকুবিট্রিল ৯৭এমজি +ভালসার্টান ১০৩এমজি) ৪৫ টাকা।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *