গ্লেনমার্কের ট্রিপল এফডিসি ‘জিটা-পায়োমেট’

গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভারতে লঞ্চ করল তাদের প্রথম ট্রিপল ফিক্সড-ডোজ কম্বিনেশন (এফডিসি), যাতে রয়েছে পায়োগ্লিটাজোন-সহ টেনিলিগ্লিপ্টিন ও মেটফর্মিন (Teneligliptin with Pioglitazone and Metformin)। এই ট্রিপল ফিক্সড-ডোজ কম্বিনেশনটি লঞ্চ করা হয়েছে ‘জিটা-পায়োমেট’ (Zita-PioMet) ব্র্যান্ড নামে।

টাইপ ২ ডায়াবিটিস রোগীদের ২৪ সপ্তাহের মধ্যে ‘গ্লিসামিক কন্ট্রোল’ ও নির্ধারিত ‘এইচবিএ১সি’ (HbA1) অর্জনের জন্য দিনে মাত্র একবার ‘জিটা-পায়োমেট’ সেবন করতে হবে। প্রতিদিন ‘জিটা-পায়োমেট’-এর জন্য ব্যয় হবে মাত্র ১৪.৯০ টাকা, ফলে দৈনিক চিকিৎসাজনিত ব্যয় ৪০ শতাংশ হ্রাস পাবে এবং সাধারন মানুষের কাছে সাশ্রয়ী বলে বিবেচিত হবে।

গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ইভিপি অ্যান্ড বিজনেস হেড (ইন্ডিয়া ফর্মুলেশনস) অলোক মালিক জানান, এদেশে ডায়াবিটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে অগ্রণী কোম্পানি হিসেবে হাই ইনসুলিন-রেজিস্ট্যান্ট টাইপ ২ ডায়াবিটিসের চিকিৎসার জন্য ভারতের প্রথম ট্রিপল ফিক্সড-ডোজ কম্বিনেশন ‘জিটা-পায়োমেট’ আনতে পেরে তারা গর্বিত। ‘জিটা-পায়োমেট’ হল এক ‘ইনোভেটিভ, এফেক্টিভ অ্যান্ড অ্যাফোর্ডেবল ড্রাগ’, যা ‘হাই এইচবিএ১সি’-যুক্ত প্রাপ্তবয়স্ক রোগীদের গ্লিসামিক কন্ট্রোলে সাহায্য করবে।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *