সেরার তালিকায় ২৮তম স্থানে গডফ্রে ফিলিপস

অংশগ্রহণের তৃতীয় বর্ষে ২০২১ সালের ‘বেস্ট কোম্পানিজ টু ওয়ার্ক’ তালিকায় অন্তর্ভুক্ত হল গডফ্রে ফিলিপস ইন্ডিয়া। এবছর ওই তালিকায় ২৮তম স্থান পেয়েছে গডফ্রে ফিলিপস।

‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ হল একটি ‘গ্লোবাল অথরিটি’ যারা সারা বিশ্বের ‘বেস্ট ওয়ার্কপ্লেসেস’ চিহ্নিত ও মূল্যায়ণ করে। এইবছর ভারতে ৮৫০টিরও অধিক সংস্থা ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক ইনস্টিটিউট’-এর কাছে মূল্যায়ণের আবেদন জানিয়েছিল।  ‘গ্রেট প্লেসেস টু ওয়ার্ক’ প্রদত্ত এই স্বীকৃতি দ্বারা বিশ্বের কোম্পানিগুলিকে ‘আউটস্ট্যান্ডিং পিপল প্র্যাক্টিসেস’ ও ‘ওয়ার্কপ্লেস কালচার্স’-এর ভিত্তিতে মূল্যায়ণ করা হয়। গডফ্রে ফিলিপস ইন্ডিয়ার এই স্বীকৃতিলাভের পেছনে রয়েছে তাদের এইসব বৈশিষ্ট্য – ‘রেসপেক্ট’, ‘ট্রান্সপ্যারেন্সি’, কোলাবোরেশন’, ‘এমপাওয়ারমেন্ট’ ও ‘প্যাশন ফর উইনিং’। গডফ্রে ফিলিপসের সবরকম ব্যবসায়িক সিদ্ধান্তের মূলে থাকে তাদের ‘পিপলস ফার্স্ট’ নীতি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *