শপসি: গ্রাহকমহল থেকে হোলির প্রাক্কালে দারুণ সাড়া

ফ্লিপকার্টের সোস্যাল কমার্স প্লাটফর্ম শপসি তাদের প্রথমবারের হোলির প্রাক্কালে গ্রাহকমহল থেকে কেনাকাটায় অভূতপূর্ব সাড়া পেল।

শুধু হোলির পিচকারি বা অর্গানিক কালার নয়, অন্যান্য পণ্যের ক্ষেত্রেও শপসি প্লাটফর্মে কেনাকাটা অনেক বেড়েছে। হোলি উৎসবের জন্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রয়ের ক্ষেত্রে টিয়ার ৩+ শহরগুলি থেকে ৬০ শতাংশ বৃদ্ধি ঘটতে দেখা গেছে। এইসব ক্রেতাদের অধিকাংশই পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের। সবথেকে বেশি চাহিদা পরিলক্ষিত হয়েছে যেসব শহর থেকে সেগুলি হল – পাটনা, লক্ষ্ণৌ, গুয়াহাটি, বারানসী, এলাহাবাদ, জয়পুর, রাঁচি, কটক, ভুবনেশ্বর, আহ্‌মেদাবাদ, কানপুর, গাজিয়াবাদ, মেদিনীপুর, বাঁকুড়া ও নাগপুর।

হোলি উৎসবে রঙ সবথেকে প্রয়োজনীয় সামগ্রী, আর সেক্ষেত্রে এর বিক্রয় বৃদ্ধি ঘটেছে ৫ গুণ। এছাড়া পিচকারির অর্ডার এসেছে প্রায় ৪ গুণ বেশি। পোশাকের ক্ষেত্রে বিক্রয় বৃদ্ধির পরিমাণ দ্বিগুণ। হোলি উপলক্ষে সজ্জা-সামগ্রীর চাহিদা বেড়েছে ২৫ গুণ, হোলির পটকা ২১ গুণ ও নন-অ্যালকোহলিক পাণীয় বিক্রয় ১৭ গুণ বেড়েছে। নানারকম প্যাকেজড ফুড আইটেমের বিক্রয়ে রেকর্ড বৃদ্ধি ঘটেছে বিভিন্ন টিয়ার ৩+ শহরগুলিতে। প্রথম বছরেই শপসি সোস্যাল কমার্স মার্কেটে প্রভূত বৃদ্ধির সম্ভাবনা দেখাতে পেরেছে যা অনলাইন চ্যানেলগুলির পক্ষে প্রয়োজনীয় আস্থা ও সরলীকরণের জন্য খুবই জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *