গুজরাটে ‘অজয় প্রহরী’ মেমোরিয়াল

গুজরাট পর্যটন বিভাগ সীমা দর্শন প্রকল্পের অধীনে নাদাবেটে আন্তর্জাতিক সীমান্তের জিরো পয়েন্টে সীমান্ত পর্যটনের সূচনা করেছে। এরফলে দেশের মানুষ সীমান্ত দেখতে ও সীমান্ত পর্যটনের অভিজ্ঞতা অর্জনে সমর্থ হচ্ছেন। সীমান্তে এসে পর্যটকরা জানতে পারছেন বিএসএফ জওয়ানরা কীভাবে দেশরক্ষার কাজে নিয়োজিত থাকেন এবং কীভাবে জীবনযাপন করেন তারা।

গুজরাট পর্যটন বিভাগের তরফে নাদাবেটে নানারকম আকর্ষণীয় ব্যবস্থা গৃহীত হয়েছে। দেশের জন্য যারা জীবন দিয়েছেন সেই বীর সৈনিকদের স্মৃতিরক্ষার্থে তৈরি হয়েছে ‘অজয় প্রহরী’ মেমোরিয়াল। সীমা দর্শনের অন্যতম প্রধান আকর্ষণ ৩০ ফুট উচ্চতার টি-জংশন। এছাড়া রয়েছে সামরিক অস্ত্রসম্ভারের প্রদর্শনী। সামরিক বাহিনী ও নিরাপত্তা বাহিনীর জওয়ানরা কীভাবে দেশরক্ষার জন্য প্রস্তুত থাকেন, তা এখানে এলে জানতে পারবেন পর্যটকরা। জিরো পয়েন্টের কাছেই নাদেশ্বরী মাতা মন্দির। সেখানে একটি রেস্ট হাউস তৈরি করা হয়েছে। ভারত-পাকিস্তান সীমান্তের কাছে বানসকন্ঠ জেলায় অবস্থিত নাদাবেটের নিকটবর্তী অম্বা মাতা মন্দির, জেসর বিয়ার স্যাংচুয়ারি, বলরাম প্যালেস ও বলরাম মহাদেব মন্দিরও পর্যটকদের টানবে। এছাড়াও পাশের পাটান জেলায় থাকা ‘রাণি কি ভাও’ ও ‘পাটোলা হাউস’ পর্যটকদের কাছে আকর্ষণের বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *