এইচসিজি ক্যান্সার সেন্টার কলকাতা একটি কার্যকর সচেতনতামূলক সেশনের আয়োজন করে

এইচসিজি ক্যান্সার সেন্টার কলকাতা (HCG Cancer Centre Kolkata ) স্তন ক্যান্সার সচেতনতা মাস (Breast Cancer Awareness Month) উপলক্ষে প্রেমনাথ ভবনে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছিল। ২৪৮ জন এএসএইচএ কর্মী (Accredited Social Health Activist) workers) এই অধিবেশনে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানটি এইচসিজি ক্যান্সার সেন্টার কলকাতার সামাজিক স্বাস্থ্য সচেতনতাকে শক্তিশালী করার অঙ্গীকারকে পুনঃপ্রতিষ্ঠা করেছে।

এইচসিজি ক্যান্সার সেন্টার কলকাতার এই অনুষ্ঠানে প্রারম্ভিক শনাক্তকরণের গুরুত্ব এবং সচেতনতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। ভাটপাড়া পৌরসভার চেয়ারপার্সন রেবা রাহা ও এইচসিজি ক্যান্সার সেন্টার কলকাতার সিওও ড. অমরজিৎ সিং অনুষ্ঠানটির উদ্বোধন করেন ।

স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ এবং আত্ম-পরীক্ষার গুরুত্বের উপর ভিত্তি করে আয়োজিত এই আলোচনার উদ্দেশ্য ছিল স্বাস্থ্য সচেতনতাকে সম্প্রসারিত করা। এইচসিজি ক্যান্সার সেন্টার কলকাতার রেডিয়েশন অঙ্কোলজিস্ট ডা. মৌমিতা মাইতির নেতৃত্বে অনুষ্ঠিত আলোচনায় এএসএইচএ (আশা) কর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন। অনুষ্ঠানের শেষপর্বে, মাইকেল জ্যাকসনের ‘ডেঞ্জারাস’ গানের সঙ্গে একটি ‘ফ্ল্যাশ মব পারফরম্যান্স’ অনুষ্ঠিত হয়, যেখানে ‘বিট ইট’ (Beat It) লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন অংশগ্রহণকারী নৃত্যশিল্পীরা।

By Business Bureau