গ্রাহকদের রিটায়ারমেন্টের বছরগুলির জন্য ‘সিস্টেম্যাটিকালি’ সঞ্চয় করার সুবিধা দিতে ভারতের অন্যতম অগ্রণী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এইচডিএফসি লাইফ নিয়ে এলো এইচডিএফসি লাইফ সিস্টেম্যাটিক রিটায়ারমেন্ট প্ল্যান। এটি এক ‘ইন্ডিভিজুয়াল, গ্রুপ, নন-পার্টিসিপেটিং, নন-লিংকড, সেভিংস ডিফার্ড অ্যানুইটি প্ল্যান’। এই প্ল্যানে দুইটি প্ল্যান অপশন রয়েছে – ‘লাইফ অ্যানুইটি’ ও ‘লাইফ অ্যানুইটি উইথ রিটার্ন অফ প্রিমিয়ামস’।
উল্লেখ্য, আয়ুবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির কারণে ‘রিটায়ারমেন্ট প্ল্যানিং’ খুবই প্রয়োজনীয়। রিটায়ারমেন্ট প্ল্যান থাকলে জীবনের পরবর্তী বছরগুলি নিশ্চিন্তভাবে কাটানো যায় এবং আর্থিক স্বাধীনতা ভোগ করা সম্ভব হয়। অ্যানুইটির মতো ইন্স্যুরেন্স প্রোডাক্ট গ্রাহকদের আজীবন আয়ের নিশ্চয়তা দেয়, ফলে আয়ুষ্কাল বৃদ্ধিজনিত আর্থিক আশঙ্কা থেকে মুক্ত থাকা যায়।
নতুন এইচডিএফসি লাইফ সিস্টেম্যাটিক রিটায়ারমেন্ট প্ল্যান গ্রাহকদের রিটায়ারমেন্টের জন্য নির্দিষ্ট সময়কাল অবধি ‘সিস্টেম্যাটিক্যালি’ সঞ্চয়ের সুযোগ দেয় এবং আজীবন আয়ের নিশ্চয়তা প্রদান করে।