‘হেরা ফেরি’। বলিউডে এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে চর্চার শেষ নেই। প্রায় দুই দশক আগে মুক্তি পেয়েছিল ‘হেরা ফেরি’। ছয় বছর পর মুক্তি পায় হেরা ফেরি 2। তারপর থেকে প্রায় 17 বছর কেটে গেছে। তৃতীয় ছবি কবে মুক্তি পাবে এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় ভক্তরা? এই বছরের ফেব্রুয়ারিতে, জানা গেছে যে, ‘হেরা ফেরি 3’-এর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। সম্প্রতি, অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পরেশ রাওয়ালকে টিজার শ্যুটের জন্য ছবির সেটে একসঙ্গে দেখা গেছে। ‘হেরা ফেরির’ ছবি ভাইরাল হয়েছে। যদিও এরপর থেকেই নানা বিতর্কের সৃষ্টি হয়। প্রথমে ফরহাদ সামজির পরিচালনায় আপত্তি তোলেন ভক্তরা। এমনকি, ‘হেরা ফেরি থেকে ফরহাদ সামজি সরান’ তাকে পরিচালকের চেয়ার থেকে সরানোর জন্য টুইটারে ট্রেন্ডিং শুরু করে। এরপরই আসে আইনি জটিলতার প্রসঙ্গ। টি-সিরিজ একটি বিবৃতি প্রকাশ করে বলেছে যে ‘হেরা ফেরি’-এর সমস্ত গানের স্বত্ব তাদের। এবার দাবিদারদের তালিকায় যুক্ত হলো ইরোস ইন্টারন্যাশনাল প্রযোজনা প্রতিষ্ঠানের নাম।
সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে আইরিস ইন্টারন্যাশনাল বলেছে যে ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির সমস্ত চলচ্চিত্রের জন্য তারা একাই মেধা সম্পত্তির অধিকারী। বিবৃতিতে আরও জানানো হয়েছে যে ইরোস ইন্টারন্যাশনাল ফিরোজ নাদিয়াদওয়ালার বেস ইন্ডাস্ট্রিজ গ্রুপ থেকে 60 কোটি টাকারও বেশি পাওনা রয়েছে। ফিরোজ নাদিয়াদওয়ালার কোম্পানি টাকা না দেওয়া পর্যন্ত হেরা ফেরির মালিকানা ইরোস ইন্টারন্যাশনালের কাছে থাকার কথা।
ইরোস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে বেস ইন্ডাস্ট্রিজ গ্রুপ তাদের অনুমতি ছাড়া দেশে বা বিদেশে ‘হেরা ফেরি 3’ ছবিটির মুক্তি নিয়ে এগোতে পারবে না। বিবৃতি থেকে এটি পরিষ্কার যে ফিরোজ নাদিয়াদওয়ালার কোম্পানি ইরোস ইন্টারন্যাশনাল তার বকেয়া পরিশোধ না করলে এবং তাদের অনুমতি না পেলে ‘হেরা ফেরি 3’ ছবিটি নির্মিত হলেও মুক্তি পাবে না। আইনি জটিলতা কাটিয়ে ছবির কাজ কবে এগোবে তা নিয়ে চিন্তিত নির্মাতারা।