হাইকোর্টের রায়, ছবি রিলিজের সাতদিন পরেই রিভিউ

সিনেমার রিলিজ করার সাত দিন পরেই রিভিউ প্রকাশ করা যাবে, সম্প্রতি এই নির্দেশ দিয়েছে কেরালা হাইকোর্ট ।’অ্যারোমালিন্টে আদ্যাথে প্রাণায়ম’-এর পরিচালক মুবিন রুফের তরফে আবেদনের প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে আদালত। আবেদনকারীর সঙ্গে সহমত পোষণ করেই আদালতের এই রায়।

 ‘আদালতের দাবি , ফিল্ম রিভিউগুলো নতুন ছবি মুক্তির সাত দিন পরেই ছবি প্রকাশ করা উচিত কারণ অনেকসময়েই প্রাথমিক নেতিবাচক অনলাইন সমালোচনায় ছবি সেভাবে লোকের কাছে পৌঁছায় না, তার প্রভাব পড়ে ব্যবসাতেও। আদালত শুধুমাত্র রিভিউ দেরিতে প্রকাশ করার কথাই বলেনি পাশাপাশি কোনও চলচ্চিত্রকে খারাপ প্রমাণ করার বিষয়টি তদন্তেরও নির্দেশ দিয়েছে। 

ছবিকেহাইকোর্ট মেধাস্বত্ব হিসেবে স্বীকৃতি দিয়েছে, যার সঙ্গে অসংখ্য ব্যক্তির সম্মিলিত প্রচেষ্টা ও শিল্পকর্মও জড়িয়ে রয়েছে।আবেদনকারীদের দাবি যে ছবি রিলিজের পরেই নেতিবাচক পর্যালোচনা সিনেমার জন্য ক্ষতিকর। যার প্রভাব সুদূরপ্রসারী। আবেদনকারীর আইনজীবী বলেন যে ছবিটি মুক্তির দিনে এই ধরনের সমালোচনার ফলে অনেক সময়ই মানুষ ছবি দেখার উৎসাহ হারিয়ে ফেলে। আবেদনকারী পাশাপাশি প্রশ্ন তোলেন যে ইতিবাচক রিভিউয়ের বিনিময়ে অনলাইন ব্লগাররা অনেকক্ষেত্রেই অর্থ দাবি করে থাকেন। এর ফলে চলচ্চিত্র শিল্পের মধ্যে শোষণের পরিবেশ তৈরি হচ্ছে যে প্রবণতা খুবই খারাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *