হোন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়া আসামে প্রচারের আয়োজন করেছে

দুর্ঘটনামুক্ত ভারত গড়তে জনগণের মধ্যে সড়ক নিরাপত্তা সচেতনতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে, হোন্ডা মোটরসাইকেল এবং স্কুটার ইন্ডিয়ার (এইচএমএসআই) জাতীয় সড়ক নিরাপত্তা সচেতনতা প্রচারাভিযান অসমের জোড়হাটে পৌঁছালো।

নিরাপত্তা সচেতনতার প্রয়োজনীয়তা নিয়ে ১০ ও ১১  ফেব্রুয়ারী এইচএমএসআই বাহোনা কলেজে দুই দিনের একটি ক্যাম্পের আয়োজন করে।  উল্লেখ্য, এইচএমএসআই-র এই  ক্যাম্পে প্রায় ২,০০০-এরও বেশি  কলেজ পড়ুয়া ও কর্মীরা অংশগ্রহণ করেন। এইচএমএসআই-এর সড়ক নিরাপত্তা প্রশিক্ষকরা বয়স অনুযায়ী সড়ক নিরাপত্তা সচেতনতা  বিষয়ক প্রোগ্রাম গুলিকে সকলের মধ্যে ভাগ করে প্রশিক্ষণ দেন।  

হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়ার অপারেটিং অফিসার প্রভু নাগরাজ বলেন,  সড়ক নিরাপত্তা সচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনার মাধ্যমে আমাদের লক্ষ হল জনগণের মধ্যে সঠিক সড়ক নিরাপত্তার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি নিরাপদে রাস্তা ব্যবহারের গুরুত্বের কথা তুলে ধরা।

By Business Bureau

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *