ব্যান্ডেল চার্চে গিয়ে ছোটদের কেক খাওয়ালেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়

আজ বড়দিন। বললেন, ‘আমি কেকে খুব পারদর্শী। আমি কেক খুব ভালো বানাই। আমি কেক বানাই, কুকিজ বানাই, চকোলেট বানাই। সব বানাই বাড়িতে’।বছর শেষে উত্সবের আমেজ। বড়দিনের আগে সেজে ব্যান্ডেল চার্চ। সকাল থেকে পর্যটকদের ভিড়। রীতিমতো মেলা বসে গিয়েছে। হুগলি সাংসদ হওয়ার এই প্রথম। আজ, ব্যান্ডেল চার্চে যান রচনা। সাংসদ বলেন, ‘ক্রিসমাস অসম্পূর্ণ যদি ব্যান্ডেল চার্চে না আসা হয়। সেজন্যই আসা। সুন্দর ব্যবস্থা করা হয়েছিল। ফাদারের সঙ্গে দেখা হল, ফাদারকে শুভেচ্ছা জানালাম। বাচ্চাদের কেক দেওয়া হল, আমরা সামনে সবাই মিলে ক্রিসমাস ক্যারল গাইল তারা’। রচনা নিজেই জানালেন, ‘সাংসদ হওয়ার পর ব্য়ান্ডেল চার্চে এই প্রথম। খুবই ভালো লাগল। আমার পরিকল্পনা ছিল যে, ক্রিসমাসের আগে ব্যান্ডেল চার্চে আসব। আমরা সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি এই কামনাই করলাম’। কেন বানান? তিনি বলেন, ‘প্রচুর বানাই, এখনও বানাই। এবার হল না, কারণ আমি দু’দিন ধরে হুগলিতে রয়েছি। কালকে গিয়ে হয়তো বানাব। আমি কেকে খুব পারদর্শী। আমি কেক খুব ভালো বানাই। পরের বার কেক বানিয়ে তোমাদের খাওয়াব। আমি কেক বানাই, কুকিজ বানাই, চকোলেট বানাই। সব বানাই বাড়িতে’।

By Deep