হোটেল বুকিং ফিচার ফ্লিপকার্ট অ্যাপে

ফ্লিপকার্ট হোটেলস – ট্রাভেল সেক্টরে নিজেদের ভিত মজবুত করার লক্ষ্যে ফ্লিপকার্ট প্লাটফর্মে চালু করা হল এই নতুন হোটেল বুকিং ফিচার। ‘ফ্লিপকার্ট হোটেলস’ গ্রাহকদের তিন লক্ষ ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল হোটেলের রুম বুক করার সুবিধা দেবে।

ফ্লিপকার্ট অ্যাপে ফ্লিপকার্ট হোটেলস লঞ্চ করা প্রসঙ্গে ফ্লিপকার্টের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আদর্শ মেনন জানান, এই ব্যবস্থার মাধ্যমে সহজে সাশ্রয়ী হোটেলে থাকার সুবিধা ভোগ করতে পারবেন গ্রাহকরা। ট্রাভেল ইন্ডাস্ট্রিতে ফ্লিপকার্ট ফ্লাইট বৃদ্ধির পথ ধরে এগিয়ে চলেছে। এবার ফ্লিপকার্ট হোটেলস-এর মাধ্যমে ফ্লিপকার্ট গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও ভাল করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ফ্লিপকার্ট অ্যাপে হোটেল সার্ভিস চালু করার মধ্য দিয়ে ফ্লিপকার্ট গ্রাহকদের নানারকম সাশ্রয়ী সুবিধা প্রদান করবে, যেমন ফ্লেক্সিবল ট্রাভেল, বুকিং রিলেটেড পলিসি, ভ্রমণের জন্য সাশ্রয়ী ও বাজেট-ফ্রেন্ডলি ইএমআই অপশন ইত্যাদি। এইসব সুবিধা পাওয়া যাবে ফ্লিপকার্ট অ্যাপ থেকে। গ্রাহকদের সুবিধার্থে একটি ডেডিকেটেড কাস্টমার কেয়ার সেন্টারও তৈরি করা হয়েছে, যাতে প্রয়োজনীয় যাবতীয় তথ্য সহজেই জেনে নিতে পারেন গ্রাহকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *