চলতি বছরে কত টাকা কর জমা দিয়েছেন এসআরকে

বলিউড খ্যাত অভিনেতা শাহরুখ খান কঠোর পরিশ্রমের জোরে বলিউডে নিজের নাম তৈরি করেছেন। শাহরুখের ছবিগুলো তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে। শাহরুখের ছবিগুলো বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। শুধু খ্যাতি আর ভক্তদের ভালোবাসাই নয়, প্রচুর অর্থও আয় করেছেন কিং খান।

তাঁর এই সাফল্য রাতারাতি আসেনি। শুরু করেছিলেন শূন্য থেকেই। হাতে নামমাত্র টাকা আর দু চোখ ভরা স্বপ্ন নিয়েই গোটা মুম্বাই শহরে রাজ করার প্রতিজ্ঞা করেছিলেন তিনি। তবে এবার জানা যাচ্ছে শাহরুখ ২০২৩-২৪ সালের আর্থ বর্ষের এই বিপুল অংকের আয়ের জন্য মোট কর দিয়েছেন ৯২ কোটি টাকা।

যা আমজনতার কল্পনারও বাইরে। এই টাকা দিয়ে ৬০ লাখের দেড়শ’টির মতো বাড়ি কেনা যাবে। প্রত্যেক বছরই শাহরুখ খান সময় মত আয়কর মিটিয়ে সুনাম কুড়িয়েছেন। চলতি বছরে বলিউড তারকাদের মধ্যে সর্বোচ্চ কর জমা দিয়েছেন শাহরুখ।

By Arpita Debnath