ভিক্টাস বাই এইচপি – এইচপি’র নতুন গেমিং নোটবুক

এইচপি’র নেক্সট-জেনারেশন মেইনস্ট্রিম গেমিং পিসি পোর্টফোলিয়ো ‘ভিক্টাস বাই এইচপি’ লঞ্চ্‌ হলো ভারতে। ভারতে এটি পাওয়া যাবে দুইটি প্রসেসর অপশনে – এএমডি রাইজেন ৬ ও ইন্টেল কোর ৫। দুটি মডেলই অ্যাক্সেসিবল, সাশ্রয়ী এবং উন্নতমনের গেমিং এক্সপিরিয়েন্স প্রদায়ী। ভিক্টাস তৈরি হয়েছে এইচপি’র পাওয়ারফুল ‘ওমেন’ গেমিং লাইনআপের ডিএনএ দ্বারা।

১৬ ইঞ্চির ইউনিক ল্যাপটপ ডিজাইনের এই নতুন গেমিং নোটবুক রেঞ্জ পাওয়া যাবে দুইটি আকর্ষণীয় কলারে – মাইকা সিলভার ও পার্ফর্ম্যান্স ব্লু। ভিক্টাস বাই এইচপি ই সিরিজ ল্যাপটপ (এএমডি রাইজেন প্রসেসর-যুক্ত) অ্যামাজন ইন্ডিয়াতে পাওয়া যাবে ৬৪,৯৯৯ টাকা থেকে। ভিক্টাস বাই এইচপি ডি সিরিজ ল্যাপটপ (ইন্টেল ১১ প্রসেসর-যুক্ত) পাওয়া যাবে রিলায়েন্স ডিজিটাল স্টোরগুলিতে ৭৪,৯৯৯ টাকা থেকে।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *