“মির্চি ছেড়েছি, রেডিও নয়”- মিরচি থেকে বিদায় মীরের

সকালবেলা যার কণ্ঠ শুনে ঘুম ভাঙত কলকাতার, সেই কণ্ঠের অধিকারী মীর নিজের সোশ্যাল মিডিয়ায় এক দুঃসংবাদ দিলেন। এবার থেকে রেডিও মির্চিতে আর তাঁর কণ্ঠ শোনা যাবে না। সকলের প্রিয় রেডিও জকি মীর ‘রেডিও মির্চি’ থেকে বিদায় নিলেন। আর কেও রোজ সকাল সাতটায় ‘হাই কলকাতা’ কথাটি শুনতে পাবে না।

 ‘রেডিও মির্চির’ সাথে মীরের চলার পথ দীর্ঘ ২৭ বছর। ১৯৯৪ সালের ৬ই আগস্ট তিনি সংশ্লিষ্ট রেডিও চ্যানেলে যোগ দিয়েছিলেন।শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় আকাশবাণীর রেডিও স্টেশনে বসা তাঁর প্রথম দিনের ছবি শেয়ার করেন মীর। সেখানে তিনি লিখেছেন, “মির্চি ছেড়েছি, রেডিও নয়।কষ্ট হচ্ছে”। এতগুলো বছর তাঁকে শোনার জন্য শ্রোতাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন মীর আফসার আলি। রবিবারের ‘সান ডে সাসপেন্স’ হল মীরের উল্লেখযোগ্য অনুষ্ঠান। অনুরাগীরা ব্যাকুল হয়ে থাকত এটা শোনার অপেক্ষাতে।

সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছেন, “রেডিওর সঙ্গে প্রেমের সংজ্ঞাটা আজ বদলে গেল।কত সহস্র শ্রোতার মতন আমিও গুমরে মরছি, এই মন খারাপ সামলে উঠতে লাগবে অনেকটা সময়। “তবেকি এবার নতুন কোনও রেডিও স্টেশনে শোনা যাবে মীরের কণ্ঠ? নাকি, নিজেই শুরু করবেন নয়া কোন স্টেশন? প্রশ্নের উত্তর দিতে নারাজ মীর। আগামী একমাস একটু নিঃশ্বাস নিতে চায় সে। জুলাই মাসে ওটিটি প্ল্যাটফর্মে শ্যুটিং-এর জন্য ব্যস্ত থাকবেন। কলকাতা এবং তাঁর সমস্ত অনুরাগীরা অপেক্ষায় রয়েছে তাঁর ফিরে আসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *