পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে আইসিআইসিআই প্রু গোল্ড

আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সের তরফ থেকে আনা হল এক নতুন প্রোডাক্ট – ‘আইসিআইসিআই প্রু গোল্ড’।

এই স্কিমের মাধ্যমে গ্রাহকরা তাদের নানারকম প্রয়োজন মেটানোর জন্য অতিরিক্ত আয়ের সুযোগ বাড়াতে পারবেন। এই স্কিমের মাধ্যমে শুধুমাত্র জীবনভর আয়ের নিশ্চয়তা মিলবে তা কিন্তু নয়, এতে থাকা ‘লাইফ কভার কম্পোনেন্ট’ পরিবারের আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করবে। গ্রাহকদের বিভিন্নরকম আয়ের প্রয়োজনীয়তা মেটাতে এই স্কিম পাওয়া যাবে তিনটি ভেরিয়েন্টে: (i) ইমিডিয়েট ইনকাম, (ii) ইমিডিয়েট ইনকাম উইথ বুস্টার ও (iii) ডেফার্ড ইনকাম। এসব সুবিধা ছাড়াও আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সের আইসিআইসিআই প্রু গোল্ড গ্রাহকদের রেগুলার পেমেন্ট গ্রহণের পরিবর্তে আয়লব্ধ অর্থ একটি সেভিংস ওয়ালেটে জমা রাখার সুবিধা দেবে। জমাকৃত ওই অর্থ গ্রাহকরা তাদের সেভিংস ওয়ালেট থেকে নিজেদের আর্থিক প্রয়োজন অনুসারে আংশিক বা পূর্ণভাবে তুলতে পারবেন।

এই স্কিমের প্রিমিয়াম অফসেট অপশনের মাধ্যমে গ্রাহকরা তাদের পরবর্তী প্রিমিয়াম জমা দিতে পারবেন সঞ্চিত অর্থ থেকেই।

By Business Bureau

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *