২০২২ অর্থবর্ষে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স আগের থেকে আরও ভাল আর্থিক ফলাফলের কথা ঘোষণা করল। এই বছরে ‘ভ্যালু অফ নিউ বিজনেস’-এ (ভিএনবি) তাদের বৃদ্ধি ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে ৩৩ শতাংশ। ভিএনবি মার্জিন বেড়ে হয়েছে ২৮ শতাংশ এবং সর্বোচ্চ ভিএনবি দাঁড়িয়েছে ২১.৬৩ বিলিয়ন টাকায়। একই সময়কালে ‘নিউ বিজনেস সাম অ্যাসিয়োর্ড’ বেড়েছে ২৫ শতাংশ এবং ‘অ্যানুয়ালাইজড প্রিমিয়াম ইকুইভ্যালেন্ট’ বেড়েছে ২০ শতাংশ।
২০২২ অর্থবর্ষে, ‘অ্যানুইটি অ্যান্ড প্রোটেকশন নিউ বিজনেস প্রিমিয়াম’ বৃদ্ধি পেয়েছে ২৯ শতাংশ এবং ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে ৩৫ শতাংশ। কোম্পানির ‘নিউ বিজনেস সাম অ্যাসিয়োর্ড’ বেড়ে হয়েছে ৭,৭৩১.৪৬ বিলিয়ন টাকা, ফলে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স প্রাইভেট সেক্টরের অগ্রণী সংস্থা হিসেবে মান্যতা পেয়েছে। ২০২২ অর্থবর্ষে কোম্পানির ১৩তম মাসের ‘পার্সিস্টেন্সি রেশিয়ো’ হয়েছে ৮৫.৭ শতাংশ, যা ২০২১ অর্থবর্ষে ছিল ৮৪.৮ শতাংশ।
এথেকে ব্যবসাগত মানের উন্নতি পরিলক্ষিত হচ্ছে। ২০২২-এর ৩১ মার্চ ‘অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট’ হয়েছে ২,৪০৪.৯২ বিলিয়ন টাকা। ২০২২ অর্থবর্ষে ‘সলভেন্সি রেশিয়ো’ হয়ে দাঁড়ায় ২০৪.৫ শতাংশ, যা ‘রেগুলেটরি রিকোয়ারমেন্ট’ অর্থাৎ ১৫০ শতাংশের থেকে অনেক বেশি।