আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স ‘আইসিআইসিআই প্রু গ্যারান্টিড পেনশন প্ল্যান ফ্লেক্সি।‘ নামে একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানটি হল এক রেগুলার প্রিমিয়াম পেমেন্ট প্রোডাক্ট, যা গ্রাহকদের দীর্ঘমেয়াদের ভিত্তিতে ‘সিস্টেম্যাটিক্যালি’ সঞ্চয় করতে ও অবসরকালের জন্য সঞ্চয় ভান্ডার গড়তে সাহায্য করবে।
এই প্রোডাক্টটি এমনভাবে তৈরি যে তা গ্রাহকদের প্রয়োজনের দিকে নজর রেখে নিয়মিত সঞ্চয় করতে এবং ‘লাইফ-লং গ্যারান্টিড ইনকাম’ পেতে সাহায্য করে, যাতে তারা অবসরের পর আর্থিক-স্বাধীন জীবনযাপন করতে সক্ষম হন। আইসিআইসিআই প্রু গ্যারান্টিড পেনশন প্ল্যান ফ্লেক্সি হল এক ‘মাল্টিপারপাস অ্যান্ড ইনোভেটিভ অ্যানুইটি প্রোডাক্ট’।
আইসিআইসিআই প্রু গ্যারান্টিড পেনশন প্ল্যান ফ্লেক্সি পাওয়া যাচ্ছে সাতটি ভেরিয়েন্টে, যার মধ্যে রয়েছে ‘লাইফ অ্যানুইটি উইথ অ্যাক্সিলারেটেড হেলথ বুস্টার্স’ ও ‘লাইফ অ্যানুইটি উইথ বুস্টার পেআউটস’। এইসব ভেরিয়েন্ট হল সেইসব গ্রাহকদের জন্য যারা তাদের হেলথকেয়ার ও লাইফস্টাইলের প্রয়োজন মেটাতে ‘গ্যারান্টিড লাইফ-লং ইনকাম’সহ ‘অ্যাডিশনাল লিকুইডিটি’র মতো ‘অ্যানুইটি প্রোডাক্ট’-এর সুবিধা পেতে আগ্রহী। ‘অ্যাডিশনাল হেলথ বুস্টার’ অপশনের মাধ্যমে গ্রাহকরা বাড়তি পে-আউটের সুবিধা ভোগ করতে পারবেন, যাতে প্রাত্যহিক জীবনযাত্রা সহজে পরিচালনা করা যায়। ‘বুস্টার পে-আউট’ অপশনের মাধ্যমে পাঁচবার ‘লাম্প-সাম’ পেমেন্ট পাওয়া যায়, যা তাদের প্রাপ্য অ্যানুইটির অতিরিক্ত। আইসিআইসিআই প্রু গ্যারান্টিড পেনশন প্ল্যান ফ্লেক্সি জয়েন্ট লাইফ অ্যানুইটি অপশনের সঙ্গে রয়েছে ‘ওয়েভার অফ প্রিমিয়াম’ সুবিধা। যদি কোনও কঠিন রোগ বা ‘পার্মানেন্ট ডিসাবিলিটি’ নির্ণীত হয়, তাহলে এই প্রোডাক্টের মাধ্যমে ‘রিটার্ন অফ প্রিমিয়াম’ ও পলিসি সারেন্ডারের সুবিধা পাওয়া যেতে পারে।