প্রথমাবধি আইসিআইসিআই প্রু লাইফ ইন্স্যুরেন্স তাদের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কে এনভায়রনমেন্ট, সোস্যাল ও গভর্ন্যান্স (ইএসজি) বিষয়ক ফ্যাক্টরসমূহ তুলে ধরার কাজে নিয়োজিত রয়েছে। এবার ‘ইউনাইটেড নেশনস সাপোর্টেড প্রিন্সিপলস ফর রেস্পন্সিবল ইনভেস্টমেন্ট’-এ (ইউএনপিআরআই) প্রথম ভারতীয় বীমা কোম্পানি হিসেবে স্বাক্ষর করল আইসিআইসিআই প্রু লাইফ ইন্স্যুরেন্স। এর মাধ্যমে তারা এনভায়রনমেন্ট, সোস্যাল ও গভর্ন্যান্স (ইএসজি) বিষয়ে নিজেদের দায়বদ্ধতার নিদর্শন প্রকাশ করল।
আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সের চিফ ইনভেস্টমেন্ট অফিসার মনীশ কুমার জানান, প্রথম ভারতীয় বীমাকারী কোম্পানি হিসেবে তারা ইউএনপিআরআই-এর স্বাক্ষরকারী হতে পেরে গর্বিত বোধ করছেন। এরফলে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা আরও বেশি মাত্রায় এনভায়রনমেন্ট, সোস্যাল ও গভর্ন্যান্স (ইএসজি) বিষয়গুলিতে নিজেদের দায়বদ্ধতার প্রতি মনোযোগী হতে পারবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ইউএনপিআরআই হল ইউনাইটেড নেশনসের দুইটি সংস্থার সঙ্গে যুক্ত এক ‘ইনভেস্টর পার্টনারশিপ’। সংস্থা দু’টি হল ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রাম ফাইন্যান্স ইনিশিয়েটিভ ও ইউএন গ্লোবাল কম্প্যাক্ট। বর্তমানে এতে ৬০টি দেশের ৪,০০০-এরও বেশি স্বাক্ষরকারী যুক্ত রয়েছে। তারা সম্মিলিতভাবে ১২০ ট্রিলিয়ন মার্কিন ডলার অ্যাসেটের প্রতিনিধিত্ত্ব করছে, যার দ্বারা ইএসজি রূপায়িত হচ্ছে তাদের ইনভেস্টমেন্ট প্র্যাক্টিস ও ওনারশিপ পলিসিসমূহে। ২.৩৭ ট্রিলিয়ন টাকার অ্যাসেট ম্যানেজমেন্টের দায়িত্ত্বে থাকা আইসিআইসিআই প্রু লাইফ ইন্স্যুরেন্স হল এক ‘কী ইনস্টিটিউশনাল ইনভেস্টর’ এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে তারা ইএসজি ফ্রেমওয়ার্কের রূপায়নে বিশ্বাসী।