ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস আইডিপি’র হাতে

ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি’র মধ্যে স্বাক্ষরিত এক চুক্তি অনুসারে ভারতে সকল আইইএলটিএস টেস্টের দায়িত্ত্ব বর্তাবে আইডিপি’র ওপর। বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট আইইএলটিএস-এর দুই অংশীদার আইডিপি ও ব্রিটিশ কাউন্সিল এক ঘোষণায় জানিয়েছে, ব্রিটিশ কাউন্সিল ভারতে তাদের আইইএলটিএস বিজনেস বিক্রয় করবে আইডিপি’র কাছে। চুক্তির শর্তানুসারে আইডিপি ভারতে ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস বিজনেসের ১০০ শতাংশ অধিগ্রহণ করবে ১৩০ মিলিয়ন পাউন্ডে, যা ডেট ফ্রী ও ক্যাশ ফ্রী ভিত্তিতে হবে। ব্রিটিশ কাউন্সিলের ইন্টারিম সিইও কেট এওয়ার্ট-বিগস ও আইডিপি’র সিইও অ্যান্ড্রু বার্কলা আইইএলটিএস হস্তান্তর বিষয়ক চুক্তিকে স্বাগত জানিয়েছেন। চুক্তি অনুসারে ভারতে আইইএলটিএস-এ কর্মরত ব্রিটিশ কাউন্সিলের কর্মীরা আইডিপি টিমের অন্তর্ভুক্ত হবেন। প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) হল স্টাডি ও মাইগ্রেশনের ক্ষেত্রে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট। ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি’র এক নিশ্চিত ও বিশ্বস্ত ইন্ডিকেটর হিসেবে এর ওপরে বিশ্বের ১০,০০০-এরও বেশি সংস্থা ভরসা রাখে।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *