IIFL আয়োজিত IIFL JITO Ahimsa Run

ভারতের বৃহত্তম আর্থিক পরিষেবা সংস্থা IIFL গ্রুপের উদ্যোগে ২ এপ্রিল ভারতের ৬৫টি শহরে অনুষ্ঠিত হতে চলেছে IIFL JITO Ahimsa Run। এই IIFL JITO Ahimsa Run-এর লক্ষ্য হল- যুদ্ধ, ঘৃণা বন্ধ করে উন্নত বিশ্বের জন্য সচেতনতা তৈরি করা। বলাবাহুল্য, ২৩টি দেশ এই  IIFL JITO Ahimsa Run-এ অংশ গ্রহণ করবে।  যা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেবে। 

JITO-র মহিলা শাখা (জৈন ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন) এবং IIFL ছাড়াও জিটোর স্বেচ্ছাসেবক এবং বিশ্বজুড়ে সমর্থকরা এই দৌড়ের আয়োজন করেছে। এই প্রতিযোগিতায়  অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা   https://ahimsarun.com/-এ রেজিস্টার   করতে পারবেন। এই রেজিস্ট্রেশন লিঙ্কটি ১৭ মার্চ থেকে খুলে দেওয়া হয়েছে।

মহাবীর জয়ন্তীর আগে IIFL JITO Ahimsa Run IIFL  গ্রুপের দর্শন – ন্যায়পরায়ণতা, সততা এবং স্বচ্ছতার প্রতিফলন।  IIFL গ্রুপ ৮ মিলিয়নেরও বেশি ব্যাঙ্কবিহীন এবং আন্ডারব্যাঙ্কড গ্রাহকদের ঋণ প্রদান করে ভারতে আর্থিক অন্তর্ভুক্তির পথপ্রদর্শক।  শুধু তাই নয় IIFL সারা ভারত জুড়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বপ্ন পূরণ করারও লক্ষ্য রাখে।

By Business Bureau

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *