এফবিএম: আইএমআই-কলকাতার সার্টিফিকেট প্রোগ্রাম

আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ দ্বারা প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট-কলকাতা ‘পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট ইন ফ্যামিলি বিজনেস ম্যানেজমেন্ট’ (পিজিসিএফবিএম) প্রোগ্রাম চালু করল। এর উদ্দেশ্য হল নবপ্রজন্মের শিল্পোদ্যোগীদের তাদের নিজেদের ফ্যামিলি বিজনেসকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা।  

ছয়টি মডিউলের ১১ মাসের কোর্স পিজিসিএফবিএম প্রোগ্রাম আরম্ভ হবে নভেম্বর থেকে। প্রতিটি মডিউলের সময়সীমা এক সপ্তাহ, যার মধ্যে ৬ সপ্তাহের বিরতি থাকবে। বিরতিকালীন সময়ে অংশগ্রহণকারীরা তাদের অর্জিত জ্ঞান নিজেদের বিজনেসে প্রয়োগকরার সুযোগ পাবেন। প্রোগ্রামে অংশগ্রহণকারীদের পরিচালনা করবেন আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের সিনিয়র বিজনেস লিডারগণ। আইএমআই-কলকাতা এই সার্টিফিকেট প্রোগ্রামের মাধ্যমে ফ্যামিলি বিজনেসের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে ও পেশাদারিত্ত্বের সঙ্গে তার উন্নতি করতে বর্তমান প্রজন্মকে প্রশিক্ষণ দিতে উদ্যোগী হয়েছে।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *