স্বল্প সময়ের মধ্যেই রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিলেন অভিনেত্রী

একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই রাজনীতি থেকে সরে দাঁড়ালেন তিনি। রাজনীতির ময়দানে নবাগত হয়েও গেরুয়া শিবিরের তরফে ভোটে প্রতিদ্বন্দিতা করার টিকিট পেয়েছিলেন তনুশ্রী চক্রবর্তী। হাওড়ার শ্যামপুরের প্রার্থীও হয়েছিলেন। তবে জিততে পারেননি তিনি। শ্যামপুরের মতো শক্তঘাঁটিতে পদ্ম ফোটানোর ভার বর্তেছিল অভিনেত্রীর উপর। কিন্তু প্রচারের ময়দানে ঝড় তুলেও নির্বাচনী মার্কসিটে প্রভাব ফেলতে পারেননি। তাই এবার বৃহস্পতিবার আচমকাই রাজনীতি ত্যাগের কথা জানালেন টলিপাড়ার অভিনেত্রী।

৮ মার্চ দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, মুকুল রায়ের উপস্থিতিতে পদ্ম শিবিরে যোগ দেন তনুশ্রী চক্রবর্তী। তার বিপরীতে ছিলেন তৃণমূল প্রার্থী কালীপদ মণ্ডল। প্রচারে কোনও খামতি রাখেননি তনুশ্রী। কিন্তু রাজনীতির ময়দানে পোড় খাওয়া নেতা কালীপদ মণ্ডলের কাছে হেরে যান। অভিনেত্রী জানিয়েছেন, যেকোনও রকম রাজনীতির রং থেকে তিনি বাইরে থাকতে চান। তবে নিজের রাজনীতিতে যোগ দেওয়া বা ভোটে লড়ার সিদ্ধান্তে কোনও আফশোস নেই অভিনেত্রীর। আপাতত অভিনয়েই মনোনিবেশ করতে চান তনুশ্রী।

কিন্তু এবার রাজনৈতিক ময়দান থেকে তনুশ্রীর সরে দাঁড়ানোর সিদ্ধান্তে রাজনৈতিক মহলের একাংশ-ই প্রশ্ন তুলেছে যে, তাহলে কি চার মাসেই বিজেপিতে মোহভঙ্গ হয়ে গেল টলি-নায়িকার?

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *