নয়া অবতারে ‘বাঘাযতীন’, এ কোন বেশে এসে চমকে দিলেন দেব!

এক বিপ্লবী নানা রূপে। এক অভিনেতার একাধিক ছদ্মবেশ। সব মিলিয়ে পুজোর আগে সবার মনোযোগ কেড়ে নিতে উঠেপড়ে লেগেছেন প্রযোজক-অভিনেতা। পুজোয় মুক্তি পাবে তাঁর নতুন ছবি ‘বাঘা যতীন’। আজকাল ডট ইনে তারই আরও একটি লুক প্রথম প্রকাশ পেল।

এই ছবিতে দেব নানা রূপে। কখনও তিনি নাগা সন্ন্যাসী। কখনও পাঞ্জাবি সর্দার। কখনও ধুতি-পাঞ্জাবির উপরে কালো কোট জড়িয়ে সত্যিকারের যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীন। আবার কখনও তিনি পাগলের বেশে। সেই সময় বিপ্লবীরা ব্রিটিশ শাসকের চোখে ধুলো দিতে ছদ্মবেশ ধারণ করতে বাধ্য হতেন। বাঘা যতীনও ব্যতিক্রম ছিলেন না। নিজেকে বাঁচাতে বহু বার তাঁকে নানা ছদ্মবেশ নিতে হয়েছিল। ছবিজুড়ে তাই দেব নানা লুকে।

নতুন পোস্টার লুক অনুযায়ী, অযত্নে নষ্ট হয়ে গিয়েছে সারা মুখের চামড়া। চোখের কোণে পিচুটি। মাথার চুলে তেল, শ্যাম্পু, চিরুনি না পড়ার কারণে অজস্র জটা। গায়ে ছেঁড়া কম্বল জড়ানো। সারা মুখে দাড়িগোঁফের জঙ্গল। এমন সাজে দেবকে দেখে বিস্মিত তাঁর অনুরাগীরাও। এর আগে নিজের চরিত্র এবং ছবি সম্বন্ধে তিনি বলেছেন, ‘‘ভারত স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতা আনতে দেশের অগুনতি মানুষ এবং অসংখ্য বিপ্লবী প্রাণ দিয়েছেন। বাংলার বিপ্লবীদের কথা দেশ কতটুকু জানে? সেই জায়গা থেকে মনে হয়েছে, বাঘাযতীনকে সামনে আনা দরকার। যাঁর হুঙ্কারে ব্রিটিশ সাম্রাজ্যর ভিত কেঁপে উঠেছিল।’’ দাবি, ‘‘টলিউড নিজের জোরেই এগিয়ে চলেছে। আরও দ্রুত অগ্রগতি চাইলে এমন কিছু ছবি বানানো দরকার যার আর্কাইভ ভ্যালু থাকবে। অরুণ রায় পরিচালিত এই ছবিটি তেমনই। ‘বাঘা যতীন’ আমার মুকুটে নয় টলিউডের মুকুটে দামি পালক হতে চলেছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *