‘দাবাড়ু’র টিজারে মিলল বাংলার গ্র্যান্ডমাস্টার সূর্যশেখরের জীবনযুদ্ধের ঝলক

দাবা রাজার খেলা। সাদা-কালোর তীব্র লড়াই তাতে। দাবার চৌষট্টিটা খোপই যুদ্ধক্ষেত্র।   হাতি ,ঘোড়া কিংবা নৌকা-গজ সবার আলাদা আলাদা খেলা। আর সবার উপরে রয়েছে রাজা-রানির লড়াই। মগজাস্ত্রের জোরেই করতে হয় কিস্তিমাত। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটি উইন্ডোজের প্রযোজনায় ‘দাবাড়ু’র এই গল্প এবার বড় পর্দায় তুলে ধরছেন পরিচালক পথিকৃৎ বসু। প্রকাশ্যে এল ‘দাবাড়ু’র টিজার। ছবিতে এক ফ্রেমে দেখা গেল ঋতুপর্ণা সেনগুপ্ত ও চিরঞ্জিৎ চক্রবর্তীকে।  

এক ছাপোষা মধ্যবিত্ত বাড়ির ছোট্ট শিশুর দাদুর হাত ধরে দাবার সঙ্গে পরিচয়ের স্মৃতি। সংসারে অন্নসংস্থানের লড়াই-এর মাঝে বেড়ে ওঠা বাড়ির ছেলের দাবা খেলাটা নিতান্তই বিলাসিতা। ক্রিকেট, ফুটবল খেললে তবুও স্পোর্টস কোটায় চাকরি হতে পারে, কিন্তু দাবা খেলে কি হবে? সমাজের সম্ভবত আজও এমন ধ্যানধারণা প্রচলিত। বাংলার গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবনেও এরূপ সংগ্রাম রয়েছে। তাঁর সাফল্যের নেপথ্যে তাঁর মায়ের অবদান কম নয় । ‘দাবাড়ু’র টিজারেও সেই ঝলক মিলল ।

‘উইন্ডোজ’-এর ছবি মানেই নিত্য নতুন বিষয়ভাবনা। ‘বেলাশুরু’, ‘হামি ২’ ‘ফাটাফাটি’, বা ‘রক্তবীজ’, সবেতেই সেরা। এবার আসতে চলেছে ‘দাবাড়ু’ । বাংলার গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবনের অনুপ্রেরণায় গল্প । অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তী, দীপঙ্কর দে, খরাজ মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসুর মতো প্রতিভাবান অভিনেতারা। দাবা খেলাকে কেন্দ্র করে তৈরি এই গল্প নিয়ে নন্দিতা-শিবপ্রসাদ জুটির বহুদিন ধরেই কাজ করার ইচ্ছে ছিল। পরিচালক পথিকৃৎ গবেষণা করেই ‘দাবাড়ু’ তৈরির কাজে ব্রতী হয়েছেন। ছবিতে সূর্যশেখরের ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছেন খুদে শিল্পী সমদর্শী সরকার। কিশোর সূর্যর চরিত্রে অর্ঘ্য বসু রায় অভিনয় করেছেন।

By Piyali Poddar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *