কোভিড-১৯ জনিত অতিমারির কারণে প্রচুর বাধার সৃষ্টি হলেও ভারত এখন আর্থিক বিকাশের ক্ষেত্রে বিশ্বসেরা দেশগুলির অন্যতম বলে দাবি করেছেন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা।
তাঁর মতে, ভারত শুধু বিশ্বস্ত রাজনৈতিক সহযোগী নয়, বিশ্বস্ত আর্থিক সহযোগীও। গণতন্ত্রের প্রতি আস্থা, স্বচ্ছ আইনের শাসন এবং শিল্পোদ্যোগ ও কঠোর পরিশ্রমের ফলে আর্থিক লাভ বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক বিষয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলাপ-আলোচনাকে খুবই গুরুত্ত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের প্রশংসা করে বিদেশ সচিব শ্রিংলা বলেন, এই উদ্যোগ ভারতের অর্থ-কূটনীতিতে বিশাল পরিবর্তন ঘটিয়েছে। তাঁর মতে, আত্মনির্ভরতাকে বিদেশনীতির ক্ষেত্রে প্রয়োগের ফলে দেশের আর্থিক ও প্রযুক্তিগত কূটনীতিতে কৌশলগত পরিবর্তন এসেছে।