ওড়িশার চন্দ্রভাগা সমুদ্রতটে আয়োজিত ইন্টারন্যাশনাল স্যান্ড আর্ট ফেস্টিভ্যালে প্রদর্শিত হচ্ছে ভারতের জি২০ প্রেসিডেন্সির লোগো ও থিম। ইন্দোনেশিয়ার হাত থেকে ভারতের জি২০ প্রেসিডেন্সি গ্রহণের দিন (১ ডিসেম্বর) থেকে এই প্রদর্শনী শুরু হয়েছে। ভারতের জি২০ প্রেসিডেন্সি পদপ্রাপ্তি উপলক্ষে খ্যাতনামা বালুশিল্পী ও পদ্মশ্রী প্রাপক সুদর্শন পট্টনায়েক ও তাঁর ছাত্রছাত্রীরা দুইদিন ধরে গড়ে তুলেছেন জি২০ লোগো ও থিম, যা কোনার্কে আন্তর্জাতিক বালি শিল্প উৎসবে প্রদর্শিত হচ্ছে।
ভারত একবছরের জন্য জি২০ প্রেসিডেন্সি’র দায়িত্বভার গ্রহণ করেছে ১ ডিসেম্বর থেকে এবং এই সময়কালে দেশের ৫০টিরও বেশি শহরে দুইশতাধিক সভা আয়োজিত হবে। ওইসব সভায় জি২০ দেশগুলির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ভারতের প্রধানমন্ত্রী বলেছেন জি২০ প্রেসিডেন্সি ভারতীয় দর্শনের ‘বসুধৈবকুটুম্বকম’ নীতি অনুসরণ করে চলবে, যার অর্থ ‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ’।
প্রসঙ্গত, প্রতিবছর ১ থেকে ৫ ডিসেম্বর ওড়িশা সরকার কোনার্কে ইন্টারন্যাশনাল স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল আয়োজন করে থাকে, যেখানে বিদেশী শিল্পীরাও অংশগ্রহণ করে থাকেন।