জি২০ এনার্জি ট্রানজিশন্স ওয়ার্কিং গ্রুপের (ইটিডব্লিউজি) তৃতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে মুম্বইয়ে, ১৬ মে। খসড়া ‘মিনিস্টারিয়াল কমিউনিকে’ (Ministerial Communiqué) নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। এরসঙ্গে, একটি ইন্টারন্যাশনাল সেমিনার হয়েছে ‘রোল অব স্মল মডিউলার রিঅ্যাক্টর্স ইন এনার্জি ট্রানজিশন’ বিষয়ে। এর আয়োজক ছিল নিতি আয়োগ, ডিপার্টমেন্ট অব অ্যাটমিক এনার্জি ও এনটিপিসি। তিনদিনের সম্মেলন শুরু হয়েছিল ১৫ মে। এতে অংশ নিয়েছিলেন জি২০ সদস্য দেশ, বিশেষ আমন্ত্রিতগণ এবং ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি, ওয়ার্ল্ড ব্যাংক ও ওয়ার্ল্ড এনার্জি কাউন্সিল অব ইন্ডিয়ার শতাধিক প্রতিনিধি।
দ্বিতীয় দিনের সম্মেলনে ভারতের জি২০ শেরপা অমিতাভ কান্ত ‘স্মল মডিউলার রিঅ্যাক্টর্স ফর দ্য ক্লিন এনার্জি ট্রানজিশন’ শীর্ষক একটি ইন্টারন্যাশনাল সিম্পোজিয়ামে ভাষণ দেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধানে আনবিক শক্তি সহায়ক ভূমিকা নিতে পারে। ‘অফশোর উইন্ড’ বিষয়ে আরেকটি সেমিনার হয়েছে। এতে বক্তৃতা করেন ‘নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি’ মন্ত্রকের সচিব বিকেএস ভাল্লা।
প্রথম দিনের সম্মেলনে ফসিল ফুয়েলের নানাবিধ বিকল্প নিয়ে আলোচনা হয়েছে। প্রসঙ্গত, ২০৭০ সালের মধ্যে ভারত কার্বন এমিশন ‘জিরো’ করার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, ভারতের জি২০ প্রেসিডেন্সির আওতায় এনার্জি ট্রানজিশন ওয়ার্কিং গ্রুপের প্রথম দুইটি সম্মেলন হয়েছে বেঙ্গালুরু ও গান্ধিনগরে।