এসে গেল ভারতের বৃহত্তম রিটেল ফিনান্স এনবিএফসি

শ্রীরাম ফাইন্যান্স লিমিটেড – কমার্সিয়াল ভেহিকেলের বৃহত্তম ফাইন্যান্সার শ্রীরাম ট্রান্সপোর্ট ফাইন্যান্স কোম্পানি এবং বৃহত্তম টু-হুইলার ফাইন্যান্সার ও এমএসএমই’র অগ্রণী ঋণদানকারী সংস্থা শ্রীরাম সিটি ইউনিয়ন ফাইন্যান্সকে একত্রিত করে গড়ে তোলা হল এই নতুন সংস্থা (শ্রীরাম ফাইন্যান্স)।

শ্রীরাম ফাইন্যান্স লিমিটেড ভারতে ৬.৭ মিলিয়ন গ্রাহকদের জন্য কাজ করবে। এটি হবে ৪০,৯০০ কোটি টাকার এক ‘ডাইভার্সিফায়েড প্লেয়ার’, যার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট (এইউএম) হবে ১,৭১,০০০ কোটি টাকা। স্বনিযুক্তি ও এমএসএমই অর্থব্যবস্থাকে সাহায্য করা হবে এই কোম্পানির লক্ষ্য।

উমেশ রেভেঙ্করকে এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট এবং ওয়াই এস চক্রবর্তীকে এমডি ও সিইও পদে নিয়োগ করা হচ্ছে শ্রীরাম ফাইন্যান্স লিমিটেডে। সেইসঙ্গে, শ্রীরাম ফাইন্যান্স লিমিটেডের চেয়ারম্যান হচ্ছেন যুগলকিশোর মহাপাত্র এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হচ্ছেন শ্রীমতি মায়া সিনহা। শ্রীরাম ফাইন্যান্স লিমিটেডের পক্ষ থেকে এইসব নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *