ইন্ডিয়াউড ২০২২ হবে ২ থেকে ৬ জুন

উডওয়ার্কিং ও ফার্নিচার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে এশিয়ার উল্লেখযোগ্য অনুষ্ঠান হিসেবে বেঙ্গালুরুতে ইন্ডিয়াউড ২০২২ (INDIAWOOD 2022) আয়োজিত হতে চলেছে। ৫ দিনের এই ইভেন্ট চলবে ২ থেকে ৬ জুন – ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এগজিবিশন সেন্টারে। এর উদ্যোক্তা নুয়েমবার্গমেসা ইন্ডিয়া (NuernbergMesse India)। এই অনুষ্ঠান চলাকালীন বিভিন্ন ধরণের উদ্ভাবনী সামগ্রী ও সাম্প্রতিক প্রযুক্তিগত উন্নতির বিষয়গুলির ওপর আলোকপাত করা হবে।

ইন্ডিয়াউড ২০২২ ইভেন্টে কার্পেন্ট্রি, স্কিলিং, ইনোভেশন, অটোমেশন ও ডিজিটাইজেশনের প্রতি গুরুত্ত্ব প্রদান করা হবে। সেইসঙ্গে, ভারতের ফার্নিচার ম্যানুফ্যাকচারিং ও উডওয়ার্কিং ইন্ডাস্ট্রির সম্ভাবনাকে ২০২৫ সাল নাগাদ ২৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে দেওয়া এবং ভারতকে অন্যতম সেরা ফার্নিচার ম্যানুফ্যাকচারিং ডেস্টিনেশনে পরিণত করার দিকে জোর দেওয়া হবে। আশা করা হচ্ছে, সংগঠিত ক্ষেত্রের ফার্নিচার ইন্ডাস্ট্রি ২০২৫ সাল নাগাদ ১ বিলিয়ন ডলারের মাইলস্টোন স্পর্শ করতে পারবে। এই অনুষ্ঠানে জার্মানি, ইউএসএ, কানাডা, তুরস্ক, মালয়েশিয়া, ফিনল্যান্ড, এস্তোনিয়া, তাইওয়ান ও গ্যাবনের প্যাভিলিয়নও থাকবে।

এক ‘নলেজ শেয়ারিং প্লাটফর্ম’ হিসেবে ইন্ডিয়াউড অনুষ্ঠানে সাম্প্রতিক প্রবণতা ও উদ্ভাবন বিষয়ক একাধিক সেমিনারের আয়োজন করবে অগ্রণী ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনগুলি। তাছাড়া, ফার্নিচার অ্যান্ড ফিটিং কাউন্সিল অফ ইন্ডিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *