টেলিকম সেন্টার অফ এক্সেলেন্স স্থাপনের উদ্যোগ

টেলিকম পলিসি, গভর্ন্যান্স ও রেগুলেশনের ক্ষেত্রে গবেষণাগত পরামর্শ ও নীতি নির্ধারণে সহযোগিতা এবং ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের সাফল্যের লক্ষ্যে ভোডাফোন আইডিয়া লিমিটেড (‘ভি’) সহযোগিতার বন্ধনে আবদ্ধ হল ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশন্স-এর (‘আইসিআরআইইআর’) সঙ্গে। এর উদ্দেশ্য হল একটি টেলিকম সেন্টার অফ এক্সেলেন্স (সিওই) গড়ে তোলা, যার নাম হবে ইনভিসিটি (InViCT) অর্থাৎ ‘আইসিআরআইইআর অ্যান্ড ভোডাফোন আইডিয়া সেন্টার ফর টেলিকম’।

সম্প্রতি নতুন দিল্লিতে আইসিআরআইইআর-এর ডিরেক্টর ও সিইও ড. দীপক মিশ্র ও ভোডাফোন আইডিয়া লিমিটেডের চিফ রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মি. পি বালাজীর মধ্যে একটি ‘মউ’ স্বাক্ষরিত হয়েছে। গভর্নমেন্ট, অ্যাকাডেমিয়া ও ইন্ডাস্ট্রির সংশ্লিষ্ট সকলকে একত্রিত করে একটি কমন প্লাটফর্মে নিয়ে আসবে টেলিকম সেন্টার অফ এক্সেলেন্স। এরফলে ভারতের টেলিকম সেক্টরের ‘এমার্জিং টেকনোলজি’ ও ‘বিজনেস ট্রেন্ডস’ অনুসারে সুসংহত নীতি রূপায়ণ সম্ভব হবে।

ইনভিসিটি একটি স্বচালিত রিসার্চ সেন্টার হিসেবে চালিত হবে এবং প্রাইভেট সেক্টর, অ্যাকাডেমিয়া ও গভর্নমেন্টের সংশ্লিষ্ট সকলকে একত্রিত করে কাজ চালাবে। এর মূল গবেষণার লক্ষ্য হবে আইসিটি-সহ টেলিকম ও সংশ্লিষ্ট সকল সেক্টরের পলিসি, রেগুলেশন ও প্র্যাক্টিস। নতুন দিল্লিতে অবস্থিত সেন্টারটি পরিচালিত হবে একটি বোর্ডের দ্বারা, যার কো-চেয়ারম্যান থাকবেন ‘আইসিআরআইইআর’ ও ‘ভিআইএল’-এর নমিনি। বোর্ডে থাকবেন ডিওটি, টিআরএআই ও সিওএআই-এর সিনিয়র রিপ্রেজেন্টেটিভগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *