কিডনির সুস্থতা নিয়ে সচেতনতায় উদ্যোগী আইএসএন ও অ্যাস্ট্রাজেনেকা

সাধারন মানুষের মধ্যে কিডনির যত্ন, দ্রুত রোগনির্ণয় ও চিকিৎসার ব্যাপারে সচেতনতা গড়ে তোলার লক্ষ্য নিয়ে এবছরের বিশ্ব কিডনি দিবসে নেফ্রোলজিস্টদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান সোসাইটি অফ নেফ্রোলজি (আইএসএন) ও বিজ্ঞান-ভিত্তিক বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা এক দীর্ঘমেয়াদী পার্টনারশিপে পৌঁছেছে। এবছর বিশ্ব কিডনি দিবসের থিম ‘সকলের জন্য সুস্থ কিডনি’ (কিডনি হেলথ ফর অল)।

এর আওতায় আইএসএন ও অ্যাস্ট্রাজেনেকা কিডনির সুস্থতা নিশ্চিত করার ব্যাপারে সাধারন মানুষের মধ্যে ব্যাপকহারে সচেতনতা সৃষ্টি করার দিকে নজর নিবদ্ধ রাখবে। দেশের বিভিন্ন স্থানে মাসাধিককাল ধরে ২০০০-এরও বেশি চিকিৎসকের ক্লিনিকে এই ক্যাম্পেন চালানো হবে।এই পার্টনারশিপ অনুসারে চিকিৎসা পরিকাঠামো থেকে কিডনি রোগের চাপ হ্রাস করার লক্ষ্যে দেশের ৩০ জন শীর্ষস্থানীয় নেফ্রোলজিস্টের দ্বারা প্রায় ১০০০ জন ‘প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান’দের জন্য সার্টিফিকেট প্রোগ্রাম পরিচালিত হবে।

দ্রুত রোগনির্ণয়, সচেতনতা ও রোগ নিয়ন্ত্রণের কৌশলের ব্যাপারে শিক্ষার প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া হবে। এসবের সঙ্গে থাকবে সোস্যাল মিডিয়াতে উপস্থিতি – বিশিষ্ট নেফ্রোলজিস্টগণ পরিচালিত ফেসবুক লাইভ অ্যাওয়ারনেস সেশনের মাধ্যমে, যাতে প্রতিদিন সকলেই অংশ নিতে পারবেন – ১৪ মার্চ থেকে ২২ মার্চ অবধি।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *