ভারতের সর্বাধিক বিশ্বস্ত ব্র্যান্ড আইটেল এবার নিয়ে এসেছে এক নতুন স্মার্টফোন – আইটেল এ৪৯। এ৪৭ ও এ৪৮-সহ আইটেলের ‘এ সিরিজ’ সাফল্য পাওয়ার পর আনা হল এ৪৯। এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চি এইচডি+ আইপিএস ওয়াটারড্রপ ডিসপ্লে, ৪০০০এমএএইচ লিথিয়াম-পলিমার ইনবিল্ট ব্যাটারি। ফোনটির দাম মাত্র ৬৪৯৯ টাকা।
ভারতের সর্বাধিক সাশ্রয়ী আইটেল এ৪৯ ফোনে রয়েছে অ্যাডভান্সড ডুয়াল সিকিউরিটি ফিচার্স, হাই-ক্যাপাসিটি স্টোরেজ, এআই ডুয়াল ক্যামেরা। এর সঙ্গে আছে এক এক্সক্লুসিভ অফার, যার দ্বারা একবার ক্ষতিগ্রস্ত স্ক্রিন পরিবর্তন করে নেওয়া যাবে ফোন ক্রয়ের ১০০ দিনের মধ্যে। এই স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন), ১.৪ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর, ২ জিবি র্যাম, ৩২ জিবি রম, ফাস্ট ফেস আনলক, মাল্টি-ফিচার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এলইডি ফ্ল্যাশ-যুক্ত ডুয়াল ৫এমপি এআই রিয়ার ক্যামেরা, ৫এমপি সেলফি ক্যামেরা, ডুয়াল সিম স্লট।
এই ফোনটি ৪জি ভিওএলটিই/ভিআইএলটিই ব্যবস্থা সমন্বিত। নতুন আইটেল এ৪৯ স্মার্টফোনটি গ্রেডিয়েন্ট গ্লসি ফিনিশ-যুক্ত এবং এটি পাওয়া যাচ্ছে ৩টি কলার অপশনে – ক্রিস্টাল পার্পল, ডোম ব্লু ও স্কাই সায়ান।