শাহরুখের ‘জওয়ান’ মুক্তির পঞ্চম দিনের আগেই গ্লোবাল বক্স অফিসে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। এর আগে একই সময়ে শাহরুখের ছবি পাঠান বিশ্বব্যাপী ৪০০ কোটি টাকা আয় করেছিল। এবার সেই রেকর্ড ভাঙল ‘জওয়ান’। অ্যাকশন থ্রিলার ‘জওয়ান’ বক্স অফিসের চার্টে হলিউড মুভি ‘দ্য নান ২’-এর পরেই দ্বিতীয় স্থানে রয়েছে।
বিজনেস টুডে-র রিপোর্ট অনুযায়ী, গ্লোবাল বক্স অফিসে মাত্র চার দিনে ‘জওয়ান’-এর ৫০০ কোটির রেখা পেরিয়ে গেছে। বলিউডের বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা বিষয়টি সোশ্যাল মিডিয়া এক্স (টুইটার)-এ শেয়ার করে লিখেছেন, “‘জওয়ান’ গ্লোবাল বক্স অফিসে মাত্র ৪ দিনে ৫০০ কোটি আয় করে ইতিহাস তৈরি করেছে। প্রতিদিন সিনেমাটি বিশ্বব্যাপী ১০০ কোটির বেশী টাকা আয় করছে।
অন্যদিকে, ‘জওয়ান’ ভারতীয় বক্স অফিসে প্রথম চার দিনে ২৮৭কোটি টাকা সংগ্রহ করেছে। মুক্তির প্রথম দিনে (৭ সেপ্টেম্বর), মুভিটি সব রেকর্ড ভেঙ্গে ৭৫ কোটি টাকা সংগ্রহ করে। এরপর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আয়। যদিও দ্বিতীয় দিন (8 সেপ্টেম্বর) প্রথম দিনের তুলনায় কিছুটা কম ছিল, ‘জওয়ান’ মাত্র ৫২.২৩ কোটি টাকা সংগ্রহ করেছে। কিন্তু শনিবার ফের ঘুরে দাঁড়াল এই ছবি। এটি সেদিন ভারতীয় বক্স অফিসে ৭৭ কোটি টাকা আয় করেছে যা রবিবার বেতাক ৮১ কোটিতে পৌঁছেছ। সব মিলিয়ে সোমবার পর্যন্ত ভারতে ২৮৭ কোটি টাকার ব্যবসা করেছে ‘জওয়ান’।