খানিকটা অভিমানের সুরে কি ফুটে উঠলো জয়া বচ্চনের গলায়?

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত অর্থাৎ বৃহস্পতির বিকেলে নেতাজি ইনডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল ২৮ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের৷ সেই উপলক্ষে নেতাজি ইন্ডোরে বসেছিল চাঁদের হাট৷ এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের ভেন্যু শুধু নয় জয়া বচ্চনের কাছে কলকাতা তাঁর বাপের বাড়ি… তাই, উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে কোনও অভিনেত্রী হিসেবে নয় অমিতাভ ঘরণী ধরা দিলেন ‘মেয়ে’ হয়েই।

২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তারকা দম্পতি পা দিতেই উষ্ণ অভ্যর্থনা জানাল গোটা বাংলা। মুখ্যমন্ত্রীকে বোন সম্বোধন করে বক্তব্য শুরু করেন বর্ষীয়ান অভিনেত্রী। স্বল্প সময়ের হলেও বক্তব্য বলেন খাঁটি বাংলায়। জয়ার অভিযোগ, মেয়ের থেকে নাকি জামাইয়ের দাম বেশি কলকাতায়। মস্করার সুরে বলেন, জামাইয়ের সামনে মেয়ের গুরুত্ব খুব কম, তাই ধন্যবাদ!

১৯৭১ সালে যখন ‘গুড্ডি’ মুক্তি পায়, তখন থেকেই অমিতাভে সঙ্গে জয়ার প্রেমের সুত্রপাত। শোনা যায়, ওই ছবির সেট থেকেই জয়ার প্রতি টান অনুভব করতে শুরু করেন বিগ বি। গুড্ডির ধারণা, জামাই অর্থাৎ অমিতাভ বচ্চন এলে জয়ার প্রতি ভালোবাসা কমে যায় কলকাতার? সিনেমার মঞ্চে বাংলার মেয়ের সেই অভিমান ঝরে পড়ল।

By Priyanka Bhowmick

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *