‘ইমার্জেন্সি’ ছবির টিজারে ইন্দিরা গান্ধীর চরিত্রে নজর কেড়েছেন কঙ্গনা। এদিকে বুধবার বড় খবর দিলেন এই অভিনেত্রী। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বন্ধু ও প্রযোজক সন্দীপ সিং-এর সঙ্গে যৌথভাবে পর্দায় ‘ম্যাগনাম ওপাস’ উপস্থাপন করবেন কঙ্গনা। এই খবর জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই কামাখ্যায় হাজির হন এই অভিনেত্রী।
এদিন গুয়াহাটির এই শক্তিপীঠে হাজির হয়ে পূজা দিলেন কঙ্গনা।
পরনে পানাফুল রঙা সালোয়ার কামিজ। মাথায় তিলককাটা। খালি পা। এদিন কঙ্গনা গুয়াহাটির এই শক্তিপীঠে হাজির হয়ে পুজো দেন। রঙিন সালোয়ার কামিজ পরা। মাথায় তিলক, খালি পা। গলায় বেনারসি কাপড়ের উত্তরীয়। এই অবতারে ধরা দেন কঙ্গনা। কঙ্গনা বরাবরই হিন্দু ধর্মের প্রচারে জড়িত। এমনকি এদিন কামাখ্যা শক্তিপীঠ নিয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট লেখেন কঙ্গনা।
তিনি লিখেছেন- ‘আজ আমি কামাখ্যা মন্দিরে গিয়েছিলাম। এই মন্দিরে বিশ্বমাতার যোনি রূপের পূজা করা হয়। এটি মাতৃশক্তির এক মহান রূপ, এখানে মাকে বলির মাংস দেওয়া হয়। এই পবিত্র স্থানটি একটি শক্তিপীঠ। এখানে শক্তির প্রচুর সঞ্চয়…আপনি যদি কখনও গুয়াহাটিতে আসেন তাহলে অবশ্যই এখানে আসতে হবে। জয় মা।”