কারিনা কাপুর খান তার দু’জনের গর্ভধারণের ব্যক্তিগত যাত্রা গর্ভাবস্থা বাইবেল নামক বইয়ে শেয়ার করেছেন

আগের বছর কারিনা কাপুর তাইমুর আলি খান এর চতুর্থ তম জন্মদিনের দিন একটি ঘোষণা করেছিলেন। সেটা হল প্রেগনেন্সি ব্যাপারে এমন একটি বই যেটা প্রেগনেন্সির সময় সাহায্য করবে। করিনা কাপুর শুক্রবার সোশ্যাল ওয়ালে হাতে ধরা সোনোগ্রাফির একটি ছবি শেয়ার করে  লিখেছেন, আমি উত্তেজক কিছু একটা কাজ করছি… কিন্তু আপনারা যেটা ভাবছেন তা নয়। এই ছবি দেখে অনেকেই সন্তান আগমনের কথাই ভাববেন,কিন্তু তা যে নয়, তা আগেভাগে স্পষ্ট করে দিয়েছেন বেবো।

ওই পোস্টের কিছুক্ষণের মধ্যেই কারিনা কাপুর প্রকাশ করেন ‘করিনা কাপুর খানস্ প্রেগন্যান্সি বাইবেল’।তিনি জানান, তাঁর মাতৃত্ব এবং এই বই লেখা, দুটোই জার্নি। তিনি কাজ করতে পেরেছেন, কোনওদিন বা বিছানা ছেড়ে উঠতে পারেননি। করিনার কথায়, “অনেক দিক থেকে এই বই আমার তৃতীয় সন্তান…। উত্তেজনাও হচ্ছে আবার আপনাদের সঙ্গে শেয়ার করতে গিয়ে নার্ভাসও লাগছে…।”

সন্তান গর্ভে আসার পরই যে কোনও মেয়ের শারীরিক এবং মানসিক কিছু পরিবর্তন আসে। হবু মায়ের কেমন ডায়েট প্রয়োজন, কতটা ওয়ার্কআউট আসন্ন সন্তানের জন্য ভাল, সে সব সাজেশনও দিয়েছেন তিনি।আমি কীভাবে আমার গর্ভাবস্থা সামলেছি, সেটা এই বইতে শেয়ার করেছি।যাঁরা মা হতে চলেছেন, তাঁদের এই বইটা দিশা দেখাবে বলে আমার বিশ্বাস।” মর্নিং সিকনেস হোক, ডায়েট বা ফিটনেস- মাতৃত্বের সময় কোন অনুভূতি হয়, কী কী ইচ্ছে করে সব কিছু নিয়ে কথা বলেছি আমি। আপনারা কবে পড়বেন, সেই অপেক্ষায় রয়েছি।’

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *