রেনল্ট নিসান চেন্নাই প্ল্যান্টের এমডি হিসাবে কীর্থি প্রকাশ

রেনল্ট নিসান অটোমেটিভ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োজিত হলেন কীর্থি প্রকাশ। ১ সেপ্টেম্বর থেকে তিনি চেন্নাইয়ে কোম্পানির অ্যালায়েন্স প্লান্টে অপারেশনসের শীর্ষপদের দায়িত্ত্বে থাকবেন। নতুন পদে যোগ দিয়ে তিনি সরাসরি নিসান ইন্ডিয়া অপারেশনসের প্রেসিডেন্ট ফ্রাঙ্ক টোরেসের অধীনে কাজ করবেন এবং যোগাযোগ রেখে চলবেন নিসানের ভাইস-প্রেসিডেন্ট (ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ফর আফ্রিকা, মিডল ইস্ট অ্যান্ড ইন্ডিয়া) রডি ম্যাকলয়েডের সঙ্গে।

বর্তমানে রেনল্ট নিসান অটোমেটিভ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে আসীন কীর্থি প্রকাশ এই প্ল্যান্টে যোগ দিয়েছিলেন ২০০৮ সালে। অটোমেটিভ ম্যানুফ্যাকচারিংয়ে তাঁর প্রায় ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি এখন বিজু বালেন্দ্রনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

কীর্থি ২০০৮ সালে এই কোম্পানিতে বডিশপ ম্যানেজার হিসেবে যোগ দিয়েছিলেন এবং ২০১০ সালে সিনিয়র ম্যানেজার (স্ট্যাম্পিং, বডি, ট্রিম অ্যান্ড চেসিস অ্যাসেম্বলি) পদে উন্নীত হন। ২০১৬ সালে ভাইস-প্রেসিডেন্ট (ভেহিকেল প্রোডাকশন অ্যান্ড প্লান্ট ইঞ্জিনিয়ারিং) পদে উন্নীত হওয়ার পর তাঁকে জাপানে নিসানের হেডকোয়ার্টারে পাঠানো হয়। ২০২১ সালে ফিরে আসার পর তাঁকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ইঞ্জিনিয়ারিং, কোয়ালিটি অ্যাস্যুরেন্স, প্রোডাকশন কন্ট্রোল অ্যান্ড পার্টস অ্যারেঞ্জমেন্ট) পদে প্রোমোশন দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *