কেএফসি ‘৪এক্স সেফটি প্রমিস’ আরও কঠোর

বর্তমান পরিস্থিতির কারণে সেফটি ও হাইজিনের ব্যাপারে আরও কড়া হচ্ছে কেএফসি ইন্ডিয়া। তারা এবার আরও জোর দিচ্ছেন তাদের ৪এক্স সেফটি প্রমিস-এর ওপরে – স্ক্রিনিং, স্যানিটাইজেশন, সোস্যাল ডিসট্যান্সিং ও কন্ট্যাক্টলেস সার্ভিস। কেএফসি’র ৪এক্স সেফটি প্রমিস-গুলি হল: (ক) স্ক্রিনিং – রাইডার ও টিম মেম্বারদের নিয়মিত টেম্পারেচার স্ক্রিনিং করা হয়। সর্দি, কাশি ইত্যাদি উপসর্গ থাকলে তার উপশম না হওয়া পর্যন্ত তাদের বাড়িতে থাকতে পরামর্শ দেওয়া হয়। (খ) স্যানিটাইজেশন – সকল সারফেস, যেমন দরজা, দরজার হ্যান্ডেল, কাউন্টার, টেবল, চেয়ার ইত্যাদি প্রতি ৩০ মিনিট অন্তর স্যানিটাইজ করা হয়। টিম মেম্বাররা সবসময়ে হ্যান্ড ওয়াশ ও মাস্ক পরে থাকার নিয়ম কঠোরভাবে মেনে চলেন। (গ) সোস্যাল ডিসট্যান্সিং – শুধু টিম মেম্বাররা নন, গ্রাহক ও ডেলিভারি রাইডারদেরও সোস্যাল ডিসট্যান্সিংয়ের নিয়ম মেনে চলার দিকে নজর রাখে কেএফসি। (ঘ) কনট্যাক্টলেস সার্ভিস – ডেলিভারি প্রদান, টেকঅ্যাওয়ে ও ‘কেএফসি টু ইয়োর কার/বাইক’ সর্বক্ষেত্রেই কন্ট্যাক্টলেস নীতি অনুসরণ করে কেএফসি।

কেএফসি গ্রাহকরা নিজেদের পছন্দের ‘হট অ্যান্ড ফ্রেশ’ কেএফসি বাকেট নিতে পারবেন ‘কনট্যাক্টলেস ডেলিভারি’ ও ‘কনট্যাক্টলেস টেকঅ্যাওয়ে’ ব্যবস্থার মাধ্যমে। এজন্য অর্ডার দেওয়া যাবে অনলাইনে (www.online.kfc.co.in) বা কেএফসি অ্যাপ ব্যবহার করার দ্বারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *